রোহিঙ্গা বনাম রাখাইন হতে চলেছে, মিয়ানমার জুন্টা (Tatmadaw) খুশি

25-August-2025 by east is rising 282

Sakibul Islam War And History Insights (WHS)
রোহিঙ্গা মুসলিমদের স্বাধীনতাকামী সংঘটন আরসা অবিশ্বাস্য একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে শতশত সশস্ত্র আরসা যুদ্ধাদের সামনে কমান্ডার খালিদকে বক্তব্য রাখতে দেখা যায়। এই বক্তব্যে কমান্ডার খালিদ অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সামনে আনেন। তারমধ্যে হচ্ছে -

১) কমান্ডার খালিদ প্রথমেই আরসা আমির জুনুনির কথা স্মরণ করেন। তার গ্রেফতারকে জুনুনি, আরসা এবং রোহিঙ্গা জাতির জন্য একটি পরীক্ষা হিসেবে অভিহিত করেন। এরজন্য খালিদ তার জাতিকে ভেঙে না পড়ে ধৈর্য ধরার আহবান জানান।

২) "বাংলাদেশের ক্যাম্পগুলোতে আরসা তার কর্মকাণ্ড চালাচ্ছে" এমন বক্তব্য কমান্ডার খালিদ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন আরসার কার্যক্রম কেবলমাত্র আরকানের মধ্যে সীমাবদ্ধ।

৩) তিনি বৌদ্ধিষ্ট আরাকান আর্মিকে সাবধান করেন। আরাকানের মুসলিমদের প্রতি হওয়া সকল জুলুমের প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে আরাকান আর্মি আরসার সামনে আসলে কেবলমাত্র ল|শই পড়বে বলে হু'মকি দেন। গত কিছুদিন আগে হওয়া বিভিন্ন লড়াইয়ে আরসার বিজয়গুলো তিনি তুলে ধরেন।

৪) সর্বশেষ কমান্ডার খালিদ সম্পূর্ণ আরাকানকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরাকান কেবলমাত্র রোহিঙ্গা মুসলিমদের এবং সেটা আরসা অবশ্যই আদায় করবে।

Author: Saikat Bhattacharya


You may also like