দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কে সামনে রেখে বাংলাদেশ পাকিস্তান নৌশক্তি জোরদার করতে চায়। ভারত নৌশক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। দুদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যাটিজিক্যাল পার্টনারের বিকল্প নেই।
কারণ দুদেশের শত্রু অভিন্ন এবং নির্ধারিত। শত্রুর মোকাবেলায় এর বিকল্প দুদেশের নেই। বাংলাদেশ এবং পাকিস্তান দীর্ঘ ৫৪ বছর দেশ দুটির সম্পর্ক অনেক দূরত্ব থাকায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
পাকিস্তানে অনুষ্ঠিত পাকিস্তান ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপো এন্ড কনফারেন্স PIMEC-2025 পরিদর্শন করছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোস্তাক আহমদে (COMBAN)।
করাচি শিপইয়ার্ড এন্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর পক্ষ হতে তাদের তৈরী বিভিন্ন যুদ্ধ জাহাজ ও পেট্রোল ক্রাফট নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলকে ব্রিফ প্রদান করা হয় যার মধ্যে উল্লেখ্য ছিল পাকিস্তানের স্টেট-অব-দি-আর্ট মাল্টি পারপাস জিন্নাহ ক্লাস ফ্রিগেট। এছাড়াও করাচি শিপইয়ার্ড এর পক্ষ হতে বাংলাদেশ নৌবাহিনী যৌথ উদ্যোগে কাজ করার সম্ভাবনা নিয়েও অবহিত করা হয়।
পক্ষান্তরে, পাকিস্তানেরও নৌবাহিনীর প্রধান সহ একটি টিম বাংলাদেশ সফর করবে।
Author: Saikat Bhattacharya