
সেনাসদরে চীনের Vanguard Co. Ltd-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সেনাবাহিনীর Master General of Ordnance, মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান। আলোচনার মূল বিষয় — অত্যাধুনিক দু'টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা: HQ-17AE ও FK-3।
HQ-17AE হলো চীনের তৈরি একটি highly mobile short-range system, যা রাশিয়ার Tor-M1 এর উন্নত সংস্করণ। ১৫ কিমি দূরত্বে ও ১০ কিমি উচ্চতায় একাধিক লক্ষ্যবস্তু (multiple targets) একইসাথে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। প্রতিটি লঞ্চারে রয়েছে ৮টি ready to fire ক্ষেপণাস্ত্র এবং AESA radar.
অন্যদিকে, FK-3 system একটি medium-range SAM যা ১০০ কিমি পর্যন্ত দূরে থাকা যুদ্ধবিমান, ড্রোন কিংবা cruise missile মোকাবেলায় পারদর্শী। এটি একই সাথে ৬টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক ও engage করতে পারে — বিশেষত কৌশলগত স্থাপনার রক্ষা এবং শহরের আকাশসীমা সুরক্ষায় কার্যকর।
এই দুই সিস্টেম যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথমবারের মতো multi-layered, integrated air defense network গড়ে উঠবে।
Author: Saikat Bhattacharya