Mohammad Salimullah
মার্কিন রিপোর্টে ভারতের বেইজ্জতি হয়েছে। গতকাল মার্কিন কংগ্রেসের নিকট US-China Economic and Security Review Commission তাদের বার্ষিক রিপোর্ট দাখিল করেছে। রিপোর্টে মে মাসের পাক-ভারত সংঘর্ষে পাকিস্তানের স্পষ্ট সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে।
ঐ সংঘর্ষে চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 এয়ার টু এয়ার মিসাইল ও J-10 যুদ্ধবিমান ব্যবহারের কথা বলা হয়েছে। সংঘর্ষে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিকভাবে সফল হয়েছে উল্লেখ এবং এতে চীনের ভূমিকা পর্যালোচনা করে এক বিরল স্বীকৃতি দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে যে, “চার দিনের সংঘর্ষে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্যে চীনা অস্ত্রের প্রদর্শনী হয়েছে। চীনা অস্ত্র ব্যবহার করে ভারতের ব্যবহৃত ফরাসি রাফাল ফাইটার জেট ভূপাতিত করার ফলে চীনা দূতাবাসগুলো দারুণ অস্ত্র বিক্রয়কেন্দ্র হয়ে ওঠে। সংঘাতের সাফল্য কাজে লাগিয়ে কয়েক সপ্তাহ মধ্যে চীনা দূতাবাসগুলি অস্ত্র বিক্রয় জোরদার করার চেষ্টা করে”।
সারা দুনিয়ার পত্রিকা এখন এই খবর ফলাও করে লিখছে। খোদ ভারতের বিজেপি-পন্থী উগ্রবাদী পত্রিকাগুলো পর্যন্ত এটা লিখেছে। নরেন্দ্র মোদী এখন কী করবেন? কী আর করবেন, নতুন নাটক (জঙ্গি কার্ড) খেলবেন।
মার্কিন কংগ্রেসের সম্পূর্ণ প্রতিবেদন দেখুন এখানে- https://www.uscc.gov/.../2025_Annual_Report_to_Congress.pdf
Author: Saikat Bhattacharya