
মার্কিন সামরিক বাহিনী কুর্দি অধ্যুষিত অঞ্চল পূর্ব সিরিয়ার দেইর আজ-জোরের মার্কিন সামরিক ঘাঁটি "কনোকো বেস" থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে। সূত্রমতে পর্যায়ক্রমে সমস্ত সৈন্যদেরকে সিরিয়া থেকে বের করে নিয়ে আসতে চায় আমেরিকা।
মূলত সিরিয়ার কুর্দি এসডিএফ/ওয়াইপিজির সাথে সিরিয়া সরকারের চুক্তির ফলেই আমেরিকা নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
কুর্দিদের সাথে সিরিয়া সরকারের চুক্তির মূল বিষয় ছিলো কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোর সমস্ত সামরিক-বেসামরিক নিয়ন্ত্রণ কুর্দিরা সিরিয়া সরকারের হাতে তুলে দিবে। বিশেষ করে তেল-গ্যাস ক্ষেত্রগুলো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং সেখানকার তেল বিক্রির টাকা সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে। তবে এর একটা উল্লেখযোগ্য অংশ কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জনগণের মান উন্নয়নে ব্যবহৃত হবে।
কুর্দিদের সঙ্গে সিরিয়ার সরকারের এই চুক্তির ফলে আমেরিকার সঙ্গে কুর্দিরা সামরিক নিরাপত্তা এবং তেল-গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনার চুক্তি বাতিল করে দেয়।
যার ফলে শুরুতেই কুর্দি নিয়ন্ত্রিত এলাকার তেল-গ্যাস ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ মার্কিন সেনারা ছেড়ে দিতে বাধ্য হয়। আর এখন পুরো সিরিয়া থেকেই মার্কিন ঘাঁটিগুলো গুঁটিয়ে নিতে বাধ্য হচ্ছে। বর্তমানে এই তেল-গ্যাস ক্ষেত্রগুলো এবং সেসমস্ত এলাকার নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের কেন্দ্রীয় বাহিনীর হাতে রয়েছে।
দশ দিন আগে আমেরিকা খুব গোপনীয়তার মধ্যেই এই প্রত্যাহার শুরু করেছে। গত ৬'ই এপ্রিল ৭০+ সামরিক ভেহিক্যালের প্রথম কাফেলাটি সিরিয়া ছেড়ে গেছে। এরপর গত ১৩'ই এপ্রিল ২০০ টিরও বেশি সামরিক ভেহিক্যাল এবং এবং অস্ত্রশস্ত্র বোঝাই গাড়ির দ্বিতীয় কাফেলাটি ছেড়ে যায়।
সিরিয়া থেকে মার্কিন বাহিনীর গুটিয়ে নেওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে- ট্রেনিং সেন্টার, হেলিকপ্টার প্যাড, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, আর্মাড ভেহিক্যাল, অত্যাধুনিক বিভিন্ন রেঞ্জ এবং ক্যালিবারের মিসাইল সিস্টেম, ভারি সামরিক অস্ত্রশস্ত্রসহ সব মার্কিন সেনা।
তবে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর গুটিয়ে নেওয়া এসব ঘাঁটি এবং অস্ত্রশস্ত্র ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত কুর্দিস্তানের ইরবিলে স্থানান্তরিত করা হয়েছে। সিরিয়ার কুর্দিদের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর এখন মার্কিন বাহিনীর নতুন ঠিকানা ইরাকি কুর্দিস্তান। ইরাকি কুর্দিদের সঙ্গে আমেরিকার পূর্ব থেকে চুক্তি রয়েছে।
এতকিছুর মাঝে দুঃখজনক ব্যাপার হলো- আহমেদ আল-শারা'র নেতৃত্বাধীন সিরিয়া স্বাধীনতা লাভের মাত্র কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রকে এক প্রকার লজ্জা ও অপমানের সাথেই সিরিয়া থেকে চলে যেতে বাধ্য করেছে এবং সিরিয়ার তেল-গ্যাস ক্ষেত্রগুলোও আবার সেই সিরিয়ার হাতে ফিরে গেছে। আপাতত সিরিয়াতে আমেরিকার তেল-গ্যাস চুরি বন্ধ হয়েছে।
আর এদিকে, ইরাকের "রেজিট্যান্স সরকার" ২ দশকেও এটা করতে পারেনি। এখনও ইরাকের সমস্ত তেল বিক্রির টাকা মার্কিন ফেডারেল রিজার্ভে জমা রাখতে হয়। ইরাকের বিভিন্ন এলাকায় এখনো বহু বেআইনি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এখনো ইরাকি সরকার মার্কিন সিদ্ধান্তের বাহিরে স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নিতে পারে না!
-- Tuhin Khan
Author: Ahmed Rafique Barki