চীনের শিনশিয়াং-এ ঈদ উদ যোহা উদযাপন করছে উইঘুরেরা


জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে চীনের মুসলিম উইগুর জাতিগোষ্ঠী। গায়ে নতুন জামা আর বসত বাড়ির বর্ণিল সাজে রঙিন হয়ে উঠেছে সিনচিয়াং।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শুক্রবার উৎসবমুখর পরিবেশে ঈদ উল উদযাপনকে স্থানীয় ভাষায় কোরবান উৎসব বলা হয়। এ উৎসবে গান, নৃত্য ও নানা আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন এলাকাবাসী।

এবারের উৎসবে ইলি কাজাখ স্বায়ত্তশাসিত প্রদেশের তেকেস কাউন্টিতে হাজার হাজার স্থানীয় বাসিন্দা একত্রিত হয়ে গান গেয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

প্রায় ১৫ দিন আগ থেকে চলে বৃহৎ এ উৎসবের প্রস্তুতি। ঈদে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও ঈদের বিশেষ খাবার প্রস্তুত করা উইগুর সমাজের রেওয়াজ। এ ছাড়াও উৎসব ঘিরে নতুন পোশাক তৈরির কাজও করেন অনেকে।

এবারের ঈদ উৎসবে ছিল নানামুখী আয়োজন। ছিলো উইগুরদের ঐতিহ্যবাহী গান পরিবেশনের সুযোগ। এছাড়াও তীর নিক্ষেপসহ আকর্ষণীয় সব খেলার আয়োজন হয় এখানে। পরিবারের সবাইকে নিয়ে কোরবান উৎসব দেখাও স্থানীয় একটি ঐতিহ্য।

নাহার/আজাদ

তথ্য ও ছবি-সিসিটিভি

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session3962018ed6071164f064b4216cce3f14872e67ae because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: