Thoughts on Indian Independence Day 2

16-August-2022 by east is rising 589

আজকের স্বাধীনতা দিবসের সফলতার প্রধান মুখ বাঙলার সুভাষ বসু পাঞ্জাবের ভগত্ সিং।কোনো গুজরাটি মারোয়ারি রাজস্থানি নয়।    
গুজজু হিন্দি বেল্ট ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে এই দুই সংগ্রামী কে হত্যার পর ভারতের সমস্ত বড় ব্যাবসা বাঙালিদের থেকে হাতরে আজ বিলিয়নার হয়েছে।
আর বাঙালি শুধু ডক্টর ইঞ্জিনিয়র হয়ে মিডল ক্লাস থেকে ভাবছে এইটাই সুখী লাইফ।

 বাঙালি আবার আজকে মোদী কে নিয়ে নাচছে।
 Modi কে প্রশ্ন করো যে-(1)কিভাবে মোদির জাতি বিনা রক্তপাতে Billionaire জাতি হল?
(2)আর তোমাদের জাতিতে‌ এত শহীদ হয়েও কেন তোমার আজ ওদের দোকানের কর্মচারী হয়ে গেলে?(3)বাঙালি ডাক্তার ইঞ্জিনিয়ারগুলো ওদের nursing home company এর চাকর হয়ে খাটছে।
(3) Bangali কটা বিলিনয়র অ্যাডমিনীসট্রেটর আছে ভারতে?

পার্লামেন্ট টাও হিন্দি বেল্ট এর দখলে কারণ তোমরা তো মোট 7%। তার কারণ-
(১)তোমাদের সোনার বাংলা আগেই ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলেছে বাঙালি জনসংখ্যা কমিয়ে দুর্বল করে দিতে।
(2)আর বাকি কাজটা বাঙালি পুরুষ শুধু নিজেরা free sex করবে বলে নারীকে impress করতে  নারীবাদী হওয়ার ভান করে reproduction কমিয়ে 7% করেছে।
তাই তোমাদের ভোট এখন redundant।তোমাদের কথার কোনো পাত্তা দেইনা রাষ্ট্র।যার হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ নেই জনসংখ্যা নেই তার দামও নেই।তোমরা গুজজু হিন্দি মাওরার চাকর।

আর ওরা তোমায় এখনো মাথায় হাত বোলাচ্ছে কেনো?
কারন‌ তোমার বাঙলার এই উর্বর ভূমি আর বন্দর(port)সম্পুর্ন দখল নেওয়ার পর তোমাদের Detention Camp এ ঢুকিয়ে আরো সংখ্যা কমিয়ে মূল্যহীন করবে রাষ্ট্রের কাছে।

Author: Payel Choudhury


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session437fca9f41d256ad11d541f9fe172de846f5470a because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: