বাঙালির স্ট্যান্ডার্ড নেমে গেছে


আগে একসময় বাঙালিদের standard ছিল ইউরোপ। The Ruler of the collonial World

বাঙালিরা French Italian শিখতো, বাঙ্গালী শিক্ষিত পরিবারের প্রতিটা ছেলে France Germany England এর মাসিক Newspaper আলাদা করে কিনে পড়তো। তারা ইউরোপ এর Internal Battles, Internal Issues নিয়ে পরিচিত থাকতো। থাকতো বলে রাসবিহারী জার্মান সম্রাট (খাইজার) এর সাথে হাত মিলিয়ে ভারতে সৈন্যবিদ্রোহ এর plot রচনা করতে পেরেছিলেন, জাপানের সম্রাটের সাথে একাসনে বসে Asian Nationalism এর Theory বানাতে পেরেছিলেন, ইউরোপ সম্পর্কে বাঙালি জানতো বলেই বিবেকানন্দ শিকাগো যেতে পেরেছিলেন, নিকোলা টেসলা এর সাথে এক Table এ বসে পশ্চিমা বিজ্ঞান ও ভারতীয় দর্শনের তুলনা করেছিলেন দুজনে একে অন্যের সাথে, বাঙালি সেই যুগ চিনত বলেই, নেতাজি সুভাষ বসু হিটলার এর সাথে হাত মিলিয়ে আসতে পেরেছিলেন, আবার কমিউনিষ্ট জগতে নরেন ভট্টাচার্য কমিন্টার্ন এ স্ট্যালিন এর সামনে সমানে সমান দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন। This is called Standard, This is called International Relations

বর্তমানে বাঙালির স্ট্যান্ডার্ড কি? UP বিহার হরিয়ানার রাজস্থানের কিছু অতীব অশিক্ষিত Substandard মাল, যারা নিজেরাই ৫০০ বছর মুঘলদের ঢেঁকি পিশেছে। সেযুগের আমেরিকা যে ছিল, আজকের চীন তাই। কিন্তু, সেযুগের বাঙালির মত, আজকের বাঙালি বিশ্বের শ্রেষ্ঠ শক্তিকেন্দ্রে পৌঁছতে ভুলে গেছে।

এখন, বাঙালিরা "মাছ মাংসের বদলে দেশী ঘি রোটি খেয়ে স্বাস্থ্য বেশি ভালো রাখা যায়", "বিহারী রা বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা জাতি", "সাউথ ইন্ডিয়ান দের কালচার খুব ভালো" এগুলো নিয়ে আলোচনা করে আর caption এ গুটখা ভাষায় caption দেয়। বাঙালি ছেলেরা ও মেয়েরা পাঞ্জাবি ভাষায় গানকে বেশ hitting মনে করে। বাঙালিরা হিন্দিতে কথা বলে নিজেকে জাতে তুলে দিল মনে করে।

Author: Animesh


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session8903a3972648e7b9b654c4d908c3898c81df7cee because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: