অপ্রিয় কথা এমন কথা বলার অধিকারকে রক্ষা


Free Speech অধিকারটা এইকারণেই আসে যাতে জনপ্রিয় না, অপ্রিয় কথা এমন কথা বলার অধিকারকে রক্ষা করা যায় জনমোহিনী কথা বলার জন্য কখনোই right of free speech আসেনি কারণ সেইসব কথার জন্য কোন আইনত অধিকার সুরক্ষা লাগেনা এছাড়াও অপ্রিয় সত্য কথা এবং কঠোর বাস্তব কথা কখনোই বেশীরভাগ সাধারণ মানুষ মেনে নেবেনা সংবেদনশীলতা আবেগপ্রবণতার সাথে সবসময় যুক্তিবাদের সংঘর্ষ লাগে যুক্তিবাদী ব্যাতিক্রমীদের বরাবরই আবেগপ্রবণ সাধারণ মানুষ অবদমিত করতে চেয়েছে কিন্তু শেষমেষ তাদের কথাতেই মানবসভ্যতার প্রগতি এসেছে

এছাড়াও হাজার একটা লোকের হাজার একটা আবেগ কাউকে যদি সবার ভাবাবেগ নিয়ে চিন্তা করতে হয় তাহলে পুরো জীবনটাই অতিবাহিত হয়ে যাবে আর সবার ভাবাবেগ রক্ষাও যদি শাসনতন্ত্রকে করতে হয় তাহলে আর বাকী কিছুই করা হবেনা ন্যায় সবার উর্দ্ধে এই ধারণাটাই শেষ হবে দুনিয়া আবেগে চলেনা আবেগতাড়িত সমাজ কখনো ন্যায়ভিত্তিক হতে পারেনা কারণ সেখানে ঠিক-ভুল, ন্যায়-অন্যায়ের কোন বিচর থাকবেই না সেখানে সোজা পাশবিক প্রবৃত্তিতে চলবে

এছাড়াও political correctness মিথ্যা, অসৎতা, কূট, ছল এইসবের আধিপত্য হবে কারণ মুখ ফুটে সত্যটা কেউ বলবে না পাছে কারুর আঘাত লেগে যায় তার ফলে অসৎ, দূর্নীতিপরায়ণ লোকেদের রাজত্ব হবে সেসমাজ কেমন হবে সেটা বোঝাই যায়

Hate speech কখনোই অপ্রিয় হয়না Hate speech is always popular, likeable speech কারণ যেকোন বিদ্বেষমূলক ভাষণেই হাজার হাজার লোক সেই হেটমঙ্গারকে অন্ধের মতো সমর্থন করে সমস্ত বিদ্বেষমূলক চিন্তধারার জনপ্রিয়তা আছে আর সেগুলো  কখনোই যুক্তিবাদী স্পীচ হয়না বরং হয় আবেগতাড়িত এবং তা সাধারণমনে শুনতে দারূণ লাগে তাতেই লাখ লাখ লোক উদ্বুদ্ধ হয়

সুতরাং hate speech আটকানোর নামে political correctness, censorship culture আনলে হেট স্পীচ কমেনা বরং বাড়ে কারণ হেট স্পীচ এর মাধ্যমে আটকানো যায়না যেহেতু সেগুলো জনমোহিনী কথা বরং এই কঠোর অপ্রিয় কথাগুলিকে আটকালে মুক্তচিন্তা রোধ করলে সমাজের ক্ষতি বই লাভ কিছু হয়না পশ্চিমাবিশ্বে এই political correct repressive culture এর জন্যেই এখন ফ্যাসিবাদীদের উত্থান হচ্ছে কারণ তাদের আটকানোর জন্যে যুক্তিবাদী মানুষ আর নেই একবার সমাজকে আবেগচালিত করলে সেই চক্র থেকে বোরোনো মুশকিল বিদ্বেষমূলক মতাদর্শগুলো আবেগকেন্দ্রিক হয় কারণ তারা মানুষের আবেগ পাশবিক প্রবৃত্তিকে পুঁজি করেই শক্তিলাভ করে সুতরাং একবার বাঁধ খুলে দিশে তারপরের প্লাবন এর ধাক্কাও খেতে হবে

Author: Purandhar Khilji


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessionc5078e4bd624c8380cd05be4d1929074c5027382 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: