
১. আমি বাঙ্গালী হিন্দুকে একটি বিপন্ন জাতি মনে করি। এবং এর মূল কারণ বাঙ্গালী হিন্দুর TFR যেটাকে ঠিক না করলে এদের মুছে যাওয়া স্বয়ং নারায়ণও রুখতে পারবেন না।
২. আমি কি ধর্ম মানি? উত্তর না। আমি প্রাচীন শাস্ত্রে লেখা কথাগুলোর বর্তমান যুগে কোনো ব্যবহারযোগ্যতা আছে বলে মনে করিনা। তবে, হ্যাঁ প্রাচীন বৈদিক শাস্ত্রগুলোকে আমি ঐতিহাসিক সত্য ঘটনা বলে মনে করি।
৩. আমি কি হিন্দুত্ববাদী? In conventional sense, No but in Practicality? Yes, হিন্দুদের জন্য একটা stand নেওয়ার প্রয়োজন আমি আছে বলে মনে করি, কারণ হিন্দু একটি অসংগঠিত ও দুর্বল জাতি। হিন্দুধর্ম এর বহু দার্শনিক ব্যাখ্যা অসামান্য মানসিক গভীরতা এর পরিচয়। হিন্দুরা পৃথিবী থেকে বিলুপ্ত হলে, এই প্রাচীন দর্শনগুলোও বিলুপ্ত হবে। তাই, হিন্দু ধর্ম নামের জিনিসটাকে যেন তেন প্রকারেন বাঁচাতে হবে, হবেই।
৪. আমি কি জাতপাত মানি? উত্তর - জাত মানি, পাত মানিনা। অর্থাৎ, চিরাচরিত বিবাহ আদি জাতি দেখেই করা অবশ্যকর্তব্য এটি কঠোরভাবে বিশ্বাস করি, কিন্তু পাত মানে জাতির ভিত্তিতে ভেদাভেদ আজকের দিনে করা সম্ভব নয় বলেই মনে করি। কিন্তু, যেটা আমি সহ্য করিনা, সেটা হল কারোর জা তে ওঠার ধান্দা। আপনি accept করুন আপনি নীচ জাতির, আপনি accept করুন আপনি আপনার পূর্বপুরুষ এর নামও জানেন না, আপনার বাপ ঠাকুরদা মাঠে নেমে চাষ করতো, এবং তারপর আপনি বলুন, পৃথিবীতে কোনো দেশেই উন্নতি সেই দেশের commoners দের উত্থান ছাড়া সম্ভব নয়। আপনাকে যোগ্য সম্মান ও আপনার বক্তব্যকে গুরত্ব অবশ্যই দেওয়া হবে। কিন্তু, আপনি যদি নিজের মাঠে নেমে চাষ করা, কিংবা মুদির দোকান টাকে ভুলিয়ে দিয়ে নিজেকে রাজা, সম্রাট, ক্ষত্রিয়, শাসক এইসব বলে ইতিহাস বিকৃতির চেষ্টা করেন, তাহলে আপনি ইতিহাসকে বিকৃত তো করতে পারবেন ই না, অতঃ সম্মানও পাবেন না।
৫. বাঙালিত্ব - একটা জাতির ভিত্তি সেই জাতির সম্পদ ও সেনা। মুঘল records বলে বিশ্বের ২০% GDP ছিল ভারতের, এবং সেই ভারতের ৫০% GDP ছিল একা বাংলার। অর্থাৎ, বিশ্বের ১০% GDP ছিল বাংলায়। বাংলা অঞ্চল ও পূর্ব চীন ছিল বিশ্বের সবথেকে সমৃদ্ধ অঞ্চল। সেই ধনবান সমৃদ্ধবান বাঙালির আর্থিক পতন চোখ থেকে যদিনা অশ্রুধারা বহিয়ে দেয়, আপনার মধ্যে বাঙালিত্ব কেন, মনুষ্যত্বও নেই। আর যুদ্ধ? বাঙালিকে আমি ততটাই উন্নত শ্রেনীর যোদ্ধা মনে করি, ঠিক যতটা উন্নত যোদ্ধা ভারতের অন্য যেকোনো অংশের। মহারাষ্ট্রে শিবাজীরাজে ভোঁসলে, পাঞ্জাবে গুরু গোবিন্দ সিং, রাজস্থানে রানা প্রতাপ যা, বাংলায় মহারাজা প্রতাপাদিত্য গুহরায় ঠিক তাই। পার্থক্যটা আসে, বাকিরা নিজেদের Icon কে রং চড়িয়ে presentation করতে জানে, যেটা বাঙালিরা বিশ্বাসও করে নেয়, কিন্তু বাঙালিরা নিজেরা presentation করতে জানেনা। বাঙালির আত্মঘাতী জাতি - তারা নিজেদের বীরদের নিজেরাই assassin করে।
৬. বাঙালির পতনের কারণ - বাঙালি নিজে, যার মূলে বাঙালীর নারীতান্ত্রিক উপাসনা পদ্ধতি। বাঙ্গালী যোদ্ধা রাজার পূজা করেনা, তাই বাঙালি যোদ্ধা / শহীদ পুরুষকে সম্মান করতে জানেনা। Ideology doesn't matter much, What matters is the person putting his faith in it
যেখানে বাঙালি জাতির গোড়াতেই গলদ, যেখানে বাঙ্গালী জাতিতে পুরুষত্বকে ঘৃণা করাই শেখানো হয়, সেই জাতি যে আদর্শই adopt করুক, সে ক্ষতির ই সম্মুখীন হবে।
৭. অবাঙালি প্রসঙ্গ - জগতে কেউ কাউকে ভালবাসেনা। সবাই সবাইকে নামিয়ে ওপরে উঠতে চায়, এটাই জগতের বাস্তবতা। অবাঙালিরা (যারা বাঙালি অপেক্ষা অধিক সংগঠিত ও পুরুষতান্ত্রিক কাঠামোয় বাস করে) যদি দেখে বাঙালিকে নীচে নামানো যাবে, তাহলে অবশ্যই নামাবে। বাঙালিদের একটা অংশ আবার ভাবে অবাঙালিদের অপমান / খারাপভাবে আক্রমণ করলে, সবাই বাঙালিদের খারাপ ভাববে। বিশ্বাস করুন, আপনি জগতের dynamics বোঝেন না। বাঙালিরা যদি অবাঙালিদের ধরে মারধর করে, তাহলেই অবাঙালীরা বাঙালিদের সম্মান করবে। ভয় বিন হোয় না প্রিত- সহজ কথাটা মনে রাখবেন।
৮. কমিউনিজম - মানব সভ্যতার প্রতিটা ঘটনাকে কমিউনিজম (বামপন্থা নয়) দ্বারা ব্যাখ্যা করা যায়। কমিউনিজম একটি বিজ্ঞান, যার দ্বারা ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজে কি হতে চলেছে সেটা সফলভাবে predict করা যায়। কমিউনিজম বোঝা একটা PHD paper বার করার থেকেও কঠিন। কমিউনিজমকে study করুন সময় নিয়ে, চিন্তাভাবনার অনেক জট খুলবে।
৯. Liberal বামপন্থা ও নারীবাদ- বাঙালির বর্তমানের সবথেকে বড় শত্রু যদি কিছু হয় তাহলে এটা সেটা। বাঙালির TFR কে এক ধাক্কায় অনেকটা নামানোর পেছনে Liberalism এর ভূমিকা অসামান্য। বর্তমানে, হিন্দুত্ববাদী দের একটা বড় অংশ Liberalism ও নারীবাদ এ বিশ্বাস করে। এরা নারীবাদকে হিন্দুত্বের validation দিচ্ছে, আগামী দিনে এতে বাঙ্গালী হিন্দুদের আরও ক্ষতি হবে। আপনি নারীবাদী বা, Liberalism এর সমর্থক হলে, আপনি বাংলাবাদি হিন্দুত্ববাদী কমিউনিষ্ট কোনোটাই না।
১০. Western Nations - বাঙালিরা অনেকেই আজও আমেরিকাকে Super Power মনে করে। আসলে বাঙালীর মাথা একটু ধীরে কাজ করে। তাই, আমেরিকাকে মহান ভেবে আমেরিকার থেকে কিছু পাবার আশা করছে যারা, they're in fool's paradise
পশ্চিমা White দের মধ্যে Non White দের প্রতি কতটা নৃশংস ঘৃনা আছে, সেটা অধিকাংশ বাঙালির ধারণা নেই। তবে, যেহেতু উক্ত দেশগুলোতে নারীবাদ বৃদ্ধি পেয়েছে, তাই সাধারন White রা বিবাহযোগ্য মেয়ে খুঁজছে। চীন এর উত্থানের ফলে Asian মেয়ে attract করার মার্কিন পুরুষের ability আগের থেকে কমছে, যার replacement হল ভারতীয় হিন্দু মেয়েরা। বিগত ১০ বছরে প্রচুর সংখ্যক Web series এ ইন্ডিয়ান হিন্দু মেয়ে আর White খ্রিস্টান ছেলের relationship দেখানো হচ্ছে, একাধিক বিদেশী ব্যক্তিত্ব ইন্ডিয়ান মেয়ে বিয়ে করার ঘটনাও সামনে আসছে। অন্যদিকে, ইন্ডিয়ান ছেলে মানে একটা Nerdy বা, Unsmart image promote করে আসছে। ভারতীয়রা সচেতন না হলে, আগামী দিনে ভালো মাত্রায় ভারতীয় হিন্দুরা মেয়ে খোয়াতে চলেছে White দের হাতে। তাই, বাঙালি বা, যেকোনো ভারতীয় মাত্রেই White Supremacy এর মৃ ত্যুকামনা করা অবশ্যকর্তব্য।
আপনাদের কোন পয়েন্ট গুলো খারাপ লাগলো, কমেন্টে জানান।
দ্রষ্টব্য: কোনো জাতি ধর্ম এর অবমাননা উক্ত পোস্টে করতে চাওয়া হয়নি। পোস্টকর্তা সমস্ত ভারতীয়কে সমান নজরে দেখেন।
Author: Animesh Datta MallaBarman