রাজপুতরা হয় হুন নয় তো শুদ্র


রাজপুত জাতির ওপর একটি series শুরু করবো ভাবছি। রাজপুত মূলত শুদ্র জাতি। এই শূদ্ররাজপুত দের রাজনৈতিক ক্ষমতা লাভের ইতিহাস নিয়ে কথা বলার সময় এসেছে।

Early Mediaeval Era তে রাজস্থান ও আজকের পাকিস্তানের রাজস্থান লাগোয়া অঞ্চলে হুন এবং, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অঞ্চলের গোন্ড উপজাতি গুলোর প্রভাবশালী ব্যক্তি রা একসাথে আসে ও বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়া শুরু করে। আজকের ভাষায় একে বলে Lobby বানানো। এই নতুন Lobby টাই নিজেদের নাম দেয় রাজপুত।

সিং , রাঠোর, রাওয়াল, রাওয়াত - এগুলো পদবী গুলো হরিয়ানা তে জাঠ, রাজস্থানে রাজপুত। অর্থাৎ, হরিয়ানার কৃষিজীবী জাঠ ও রাজস্থানের অসিজীবী রাজপুত এক ও অভিন্ন জাতি By roots,

হরিয়ানা তে কৃষিজমি উন্নত হোয়ায় সেখানে যে Community কৃষিকাজ করতো, সেই Community রাজস্থানের মরুভূমি অঞ্চলে কৃষিকাজ করতে পারতো না। তাই, তারা রাজস্থানে অস্ত্র আর ভিত্তিতে লুঠপাট কেই নিজেদের মুখ্য জীবিকা হিসেবে গ্রহণ করে।

আমরা সবাই চম্বলের ডাকাতদের ইতিহাস জানি, কিন্তু অনেকেই আমরা জানিনা যে এই চমবলের ডাকাত রা সকলেই জাতিতে রাজপুত।

কোনো Elite Class জাতি এমন ডাকাতি করে বেড়ায় না। জম্মুর ডোগরা রাজপুত বলে পরিচয় দেয় যারা, তারা ১৮৮০ অব্দি নিজেদের শুধুই dogra বলতো, এবং এরা Dogra Tribe এর অংশ, যারা হরি সিংহ নলওয়া (রাজা রনজিত সিং এর খাত্রি সেনাপতি) এর সৈন্য অভিযান এর পর ক্ষমতায় আসে। কাশ্মীরি পন্ডিতরা আজও dogra দের শুদ্রই ভাবে।

Comment Box এ রইলো, স্কন্দ পূরণ এর অংশ যেখানে রাজপুতকে স্পষ্টত বলা হয়েছে -> শুদ্র যারা অস্ত্র চালনায় নিপুণ।

রাজস্থানের প্রায় প্রতিটা দুর্গ শেষ ৪০০ বছরে তৈরি। অর্থাৎ, Late Mughal and Early Brittish

রাজস্থানের জন্ম কিভাবে, সেবিষয়ে শীঘ্রই লিখবো।

Author: Animesh


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessioncc3e299dd544283a97ae7f1fba12c873dd4c078d because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: