ফজলুল হক-এর লাহোর প্রস্তাব

14-August-2025 by east is rising 40

আজ পাকিস্তানের জন্মদিন। আমি বাংলাদেশের গর্বিত বাংলাদেশী। আমরা ওদের সাথে যুদ্ধ করেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়েছি।

লাহোরে ১৯৪০ সালে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন।‌এতে পশ্চিম ও পূর্বে দুটি পৃথক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ‌ তৈরির ধারনা দেয়া হয়। পূর্ব পাশে আজকের বাংলাদেশ সহ পশ্চিম বঙ্গ,আসাম নিয়ে বৃহত্তর দেশ‌ গঠনের কথা ছিল। নেহরু,প্যাটেল তা হতে দেননি।সে আরেক ইতিহাস।

এদিকে সঙ্গত কারণেই পাকিস্তান ভেঙে গেছে। তবে শেরে বাংলার সেই প্রস্তাব ইতিহাসের পাতায় রয়ে গেছে,থাকবে।‌পাকিস্তানের জাতীয় মিনার- লাহোরের মিনার ই পাকিস্তানে এখনো শেরে বাংলার সেই প্রস্তাব বাংলায় লেখা আছে। আরো আছে উর্দু ও ইংরেজিতে। ওই মিনার এলাকার প্রবেশ পথের প্রথম ছবিটিও শেরে বাংলার, জিন্নাহ 'র নয়!

পাকিস্তান তার নিজস্বতা নিয়ে এগিয়ে যাক, আমরা আমাদের মাতৃভূমিকে নিয়ে এগিয়ে যাবো। মুক্তিযুদ্ধের বাস্তবতা নন নেগোশিয়েবল। লাহোর প্রস্তাবও বাস্তব।

শুভ জন্মদিন পাকিস্তান।

Author: Saikat Bhattacharya


You may also like