পশ্চিমের ইতিহাস ৭ অষ্টাদশ শতকঃ উৎপাদনকারী পুঁজি বিজয়ী হল

06-November-2021 by east is rising 607

অষ্টাদশ শতাব্দীতে ভারত ইংল্যান্ডের উপনিবেশ হয় স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে ইংল্যান্ড আইন বানিয়ে জোড় করে ভারতীয় শিল্পগুলোকে ধ্বংস করতে সচেষ্ট হয় মার্কিন স্বাধীনতা সংগ্রাম শ্রম অনুসারে প্রাপ্তি তত্ত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ফরাসি বিপ্লব সামন্তপ্রভুদের উচ্ছেদ করে ভূমি সংস্কার কর্মসূচী পালন করে উৎপাদনকারী শক্তি বাড়িয়ে তোলে। ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়। শিল্পবিপ্লবের পরে বস্তুগত অবস্থা উৎপাদনকারী পুঁজিবাদের পক্ষে আসে। উৎপাদনকারী পুঁজি একদিকে সামন্তদের আর অন্যদিকে বাণিজ্য পুঁজি-কে পরাস্ত করতে সক্ষম হয়।

এইভাবে ছয় শতাব্দী ধরে লড়াই করে পুঁজিবাদ জয়ী হয়। প্রথম শতকে সামন্ততান্ত্রিক পশ্চীমের কেবল প্রাচুর্য সম্পর্কে ধারণা হয়। দ্বিতীয় শতকে কারিগরি শিল্পের বিকাস হয় এবং তার ফলে শ্রেণী সংগ্রাম তীব্র হয়, যদিও শাসক সামন্ত শ্রেণীর জয় হয়। তৃতীয় শতকে প্রাচ্য থেকে আসা বাঁধাকে দক্ষিণ ইউরোপের সামন্ত শাসকরাই সৃষ্টিশীলতা দিয়ে অতিক্রম করে নিজেদের শক্তি বাঁড়ায় আর উত্তর ইউরোপে বণিক ও কারিগররা সৃষ্টিশীলতা দিয়ে সামন্ততন্ত্রের শক্তি কমায়
চতুর্থ শতকে উত্তর ইউরোপে সামন্ত শ্রেণীর দর্শনকে আঘাত করা হয় এবং বণিক শ্রেণির ক্ষমতা বৃদ্ধি পায় পঞ্চম শতকে বিশ্বের ইতিহাসে উত্তর ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে প্রথম বণিক শ্রেণীর সাথে উৎপাদনকারী পুঁজি একত্রিত হয়ে পুঁজিবাদী দর্শনকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেশেষ শতকে উৎপাদনকারী পুঁজি শিল্পবিপ্লব করে বস্তুগত অবস্থা নিজের পক্ষে নিয়ে আনতে সক্ষম হয় এবং সম্পূর্ণরূপে জয়ী হয়এই চলার পথে তৈরি করতে হয়েছে নানা সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, নানা আবিষ্কার, নানা দর্শন। এবার দেখা যাক মাত্র দুই শতাব্দীতে কমিউনিস্ম ও পুঁজিবাদের লড়াই কিরকম বিকাশ লাভ করেছে   

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session29e94b335f67fd6ed8814a2470937fb0447b5d11 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: