নেপাল ছিলো বাংলারই এক অঙ্গরাজ্য প্রায় ৬৩ বছর ধরে (১৩৫০–১৪১৩ খ্রি.)

11-August-2025 by east is rising 41

Abdul Hannan
১৩৫০ সালের ২৭শে নভেম্বর বঙ্গসম্রাট ইলিয়াস শাহের কাঠমান্ডু বিজয়ের মধ্য দিয়ে

সমগ্র নেপাল চলে আসে বাংলার অধীনে।

পরবর্তী দুই বছরে ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে ইলিয়াস শাহ পুরো বাংলা জয় করেন।

১৩৫২ সালে প্রতিষ্ঠিত হয় একীভূত, স্বাধীন বাংলা সাম্রাজ্য।

নেপাল ছিলো বাংলারই এক অঙ্গরাজ্য প্রায় ৬৩ বছর ধরে (১৩৫০–১৪১৩ খ্রি.)

কিন্তু ইতিহাসের নিয়মেই এক সময় পালা বদল হয়।

১৪১৩ সালে সম্রাট শিহাবউদ্দিন বায়েজিদ শাহের শাসনকালে রাজা গণেশের উত্থান এবং জৌনপুরের শার্কিদের আক্রমণে

নেপাল পুনরায় বেরিয়ে যায় বাংলার আয়ত্ত থেকে।

তবুও এটাই ছিল ইতিহাসের একমাত্র নেপাল জয় কোনো জাতির, যাতে নেপালের মাটি পদানত হয় বাঙালীর, এবং এক বাঙালীর নেতৃত্বে।

বাংলার বুকে এমন শাসক কজনইবা ছিলেন

যিনি হিমালয় ছুঁয়ে আসেন নিজের সৈন্যবাহিনী নিয়ে!

এই ছিলেন ঐক্যবদ্ধ বাংলার সম্রাট শামসউদ্দিন ইলিয়াস শাহ।

Author: Saikat Bhattacharya


You may also like