শেষ ৫০ বছরে প্যালেস্টাইন পেয়েছে ২০ বিলিয়ন ডলার আর শেষ ৩ বছরে ইসরাইল পেয়েছে ৩০ বিলিয়ন ডলার

09-April-2025 by east is rising 186

Sheikh Saddam Hossain

২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা ইউক্রেনে সহায়তা পাঠিয়েছে টোটাল ১১৩ বিলিয়ন ডলার। এরমধ্যে মিলিটারি সহায়তা ছিল ৭০-৭৫ বিলিয়ন ডলার। আর্থিক ও মানবিক সহায়তা ছিল ৪০ বিলিয়ন ডলার।

এবার আসেন দেখি ইইউ ইউক্রেনে কত টাকা পাঠিয়েছে ২২-২৫ এর মধ্যে। মিলিটারি সহায়তা পাঠিয়েছে ৩৫-৪০ বিলিয়ন ইউরো, আর্থিক ও মানবিক সহায়তা পাঠিয়েছে ৪৫-৫০ বিলিয়ন ইউরো। ব্রেক্সিটের পর ইংল্যান্ড একাই পাঠিয়েছে ১০ বিলিয়ন পাউন্ড।

গত ৩ বছরে এরা সবাই মিলে মিলিটারি, আর্থিক ও মানবিক সহায়তা বাবদ ইউক্রেনে প্রায় ২২০-২৩০ বিলিয়ন ডলার পাঠিয়েছে।

এখন পর্যন্ত আমেরিকা ইজরায়েলকে মিলিটারি সহায়তা দিয়েছে প্রায় ১৫৮ বিলিয়ন ডলার। গত ৩ বছরে দিয়েছে ২৫-৩০ বিলিয়ন ডলার৷

তো এখন আসেন দেখি ফিলিস্তিনে মিলিটারি, আর্থিক ও মানবিক সহায়তা পাঠানোর অবস্থা।

OIC নামক একটা প্রতিষ্ঠান আছে মুসলমানদের। এদের প্রায় কোন বাজেটই নাই। মানে ফকিন্নি এই প্রতিষ্ঠানের প্রায় কোন টাকাপয়সাই নাই যে ফিলিস্তিনে এরা কোনরকম সহায়তা পাঠাবে!

গত ৫০ বছরে তুর্কি, সৌদি আরব, জর্ডান, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, আলজেরিয়া, মরক্কো, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান সবাই মিলে ফিলিস্তিনে পাঠিয়েছে এরাউন্ড ১৭-২০ বিলিয়ন ডলার! যেখানে গত ৩ বছরে এক আমেরিকাই ইজরায়েলে মিলিটারি সহায়তা পাঠিয়েছে ২৫-৩০ বিলিয়ন ডলার।

অস্ত্র নাই, পয়সা নাই খালি ২ দিন পর পর ফিলিস্তিনে মানুষ মরলে সংহতি জানানোর সেক্সি এক্টিভিজম আর কদ্দিন চোদাবা হে নষ্ট আত্মার মুসলমানের দল। তোমাদের সাথে কেউ নেগোশিয়েট করবেনা। কথা বললেই তোমাদের পু*কিতে মিজাইল ভরে দেবে ওরা। মুসল্লিদের কোন ভবিষ্যৎ নাই, ধ্বংস হয়ে যাওয়া ছাড়া।

পৃথিবী সামনে চীনের শাসন দেখবে। আমেরিকা ডিফেন্সিভ মুডে খেলবে অনেকদিন। কিন্তু এই দুনিয়ায় মুসল্লিরা কোন মেজর রোল প্লে করবে এমন সম্ভাবনা নিকট ভবিষ্যতে নাই।

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessioncc3e299dd544283a97ae7f1fba12c873dd4c078d because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: