ইলিয়াস শাহর বাঙালি হিন্দু পদাতিক সেনা


৬২৯ বছর আগে ২৮শে রবি-উল-আউয়াল ৭৫৫ হিজরী মুতাবিক ২২শে এপ্রিল ১৩৫৪ ঈসায়ীর একদলার মহাযুদ্ধের বিবরণ দিতে গিয়ে জিয়া-উদ-দ্বীন বারানী তারিখ-ই-ফিরুয শাহীতে লিখেছেন 'বাঙ্গালী পদাতিক সৈন্যরা যারা বহু বছর যাবৎ নিজেদের বাংলার শ্রেষ্ঠ বীর ভাবতো ও নিজেদের বাঙ্গালীদের বাপ বলতো! তারা ইলিইয়াস বাঙ্গালীর সামনে আস্ফালন করে বেড়াতো ও তার সামনে তরবারী উচিয়ে তার জন্যে নিজেদের জীবণ দেয়ার ওয়াদা করেছিলো তারাই এখন যুদ্ধের সময় যুদ্ধ ভুলে গেলো ও মুখের মাঝে আঙুল পুরে দিলে ইসলামী যোদ্ধাদের সামনে বোকার মতো আচারণ করতে থাকলো ও নিহত হতে থাকলো'!

নিঃসন্দেহে নির্লজ্জ মিথ্যেচার! যুদ্ধের সময় যুদ্ধ ভুলে মুখে আঙুল পুরে দিলে ফিরুয শাহ্‌ আর বাংলা অধিকার না করে ফিরে আসতেন না।

আফীফ, ইয়াহ্‌ইয়া ও কনরাজের প্রশস্থিতে অবশ্য ভিন্ন সাক্ষ্য দেয়!

সত্য সেটাই যে- সেদিন একদলার মহাযুদ্ধে পদাতিক বাহিনীর প্রধান সহদেবসহ বাংলার প্রায় গোটা বাহিনীই ধ্বংস হয়ে যায়! বাঙ্গালীদের মাথার সংখ্যাই ছিলো ১ লাখ ৮০ হাজার!

অর্থাৎ বাংলার পদাতিকেরা যারা সুলতান ইলিইয়াস শাহ্‌'র সামনে তার জন্য জীবণ দেয়ার জন্য তরবারী উচিয়ে সংকল্প করেছিলো তারা তাদের কথা রেখেছিলো! যুদ্ধ এতোই ভয়াবহ ও রক্তক্ষয়ী হয়েছিলো যে- রণক্ষেত্র প্রায় ৩৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পরে!! বাঙ্গালীদের ২,০৯,৯৯৩ জনের প্রাণের বিনিময়ে হিন্দুস্তানী বাহিনীর হিন্দু সেনাদের ৬০,০০০ কাটা মাথা ও তুগলাক্ব বাহিনীর ২৪,০০০ কাটা মাথা রণক্ষেত্রে পরে থাকে! বাংলার ৩টে হাতীর জীবণের বিনিময়ে হিন্দুস্তানী ফাওযের গোটা হস্তী বাহিনীই নিঃচিহ্ন হয়ে যায়। মূলত একদলার মহাযুদ্ধের সেদিনের নায়ক ছিলো বাংলার হাতীগুলোই! হাতীদের বেপরওয়া আক্রমণেই হিন্দুস্তানী বাহিনী তছনছ হয়ে যায়!

স্বরণীয় সেই এপ্রিল মাসেই স্বরণ করছি সেই সব বীর সেনাদের! যারা তাদের কথা এখেছিলো!

from ‎Sultan ILYAS SHAH Bangalah سلطان إلياس شاه بنگال Fcebook page 

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessioncc3e299dd544283a97ae7f1fba12c873dd4c078d because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: