যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার বিপদ

21-July-2025 by east is rising 35

পাকিস্তান জঙ্গি দমনের পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কিনতে পেরেছে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই যুদ্ধ বিমান পাকিস্তান শত্রুরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না। কারণ আমেরিকা এফ-১৬ যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়নি।

নিজের টাকা দিয়ে কেনা অস্ত্র আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন সেটি আমেরিকা ঠিক করে দেবে। কথা না শুনলে মেইনটেইনের জন্য যে পার্টস দরকার সেগুলো পরবর্তীতে সরবরাহ করবে না। ফলে জেট ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিতে হবে।

এজন্য দেখেন ভারত পাকিস্তান যে এয়ার কমব্যাট হলো সেখানে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার হয়নি। তাহলে পাকিস্তান এই এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কি করবে?

বাংলাদেশ একই ট্র‍্যাপে পরতে যাচ্ছে। অথচ চীন পাকিস্তানকে ইন্ডিয়ার লাইভ স্যাটেলাইট সেবা প্রদান করেছিল। ইন্ডিয়ার এস-৪০০ এর লোকেশনসহ দিয়েছিল। যা পাকিস্তানের আর্টিলারি ইউনিটকে সাফল্য এনে দেয়।

-- Redwan Kabir Shuvro

Author: Saikat Bhattacharya


You may also like