আম্বেদকারই হিন্দুত্ববাদের রক্ষকঃ কারণ ওনার জন্যেই হিন্দু ধর্ম ত্যাগ করলে রিসারভেশন-এর সুবিধে পায়না নীম্ন বর্ণের মানুষ

25-July-2025 by east is rising 77

যদি শিয়া-সুন্নী, ক্যাথলিক-প্রোটেস্টন্ট ডিবেট ধর্মান্ধ এজেন্ডা হয়, তাহলে ব্রাহ্মণবাদ-বহুজানবাদ বিতর্ক কিভাবে লিবারেল এজেন্ডা হয়..? কেনো আম্বেদকর এর বহুজন ও দলিত রাজনীতি এতো লিবারেল এজেন্ডা ভাবে ভারতের তথাকথিত লিবারেল, সেকুলার ও নাস্তিকরা ? তথাকথিত ইন্ডিয়ান লিবারেল, সেকুলার ও নাস্তিকদের এসব চু-তি-য়া-প-না কবে শেষ হবে কে জানে..এদের এসব চু-তি-য়া-প-নার জন্য আজও ৭৪ বছর ধরে casteism এর ভিত্তিতে একটা সমাজ এর লোক শুধুমাত্র caste-based reservation এর একতরফা সুযোগ উপভোগ করছে, অথচ সব ধর্মের লোকের মধ্যে ভারতে জাতপাত বিরাজমান। জরুরী নয় যে তাঁদের ধর্মগ্রন্থ কি বলছে, কিন্তু বাস্তবে সব ধর্মের লোকের মধ্যে ভারতে জাতপাত আছে..আপনি ওয়াকাফ সংস্কার বা তিন তালাকের বেলায় মুখে বলছেন মুসলিম সমাজ এর সংস্কার নেওয়া উচিত.. অবশ্যই নেওয়া উচিত আমি স্বীকার করি। কিন্তু আপনিও নিজেদের ধর্মের একটু সংস্কার করে casteism ছুড়ে ফেলুন.. 5000 বছরের ভিক্টিম কার্ড প্লে করে আর কতো reservation নিবেন..এমনিতে তো ব্রাহ্মণদের ফুট সোলজার হিসাবে কাজ করেন আপনারা আবার casteism এর ভিক্টিম কার্ড প্লে করে reservation-ও নেন আপনারা, এটাই আপনাদের বাস্তবতা... যে ধর্মেই আপনি জন্মেছেন সে ধর্ম আপনার ভালো না লাগলে অন্য ধর্মে গ্রহণ করা, কিংবা ধর্মহীন বা নাস্তিক হওয়ার যখন সুযোগ রয়েছে আপনার কাছে তখন casteism এর ভিক্টিম কার্ড প্লে করে reservation এর আবার প্রয়োজন কেনো..?

Author: Md. Yousuf Saikh


You may also like