গুজারাতি মাড়োয়াড়ি লুট চলছেই

24-July-2025 by east is rising 37

এই কর্পোরেটদের 99.99%ই হলো বড়  গুজরাটি ও মারোয়ারি ব্যবসায়ী।
মাঝারি আকারের গুজরাটি মারোয়ারী ও কিন্তু এতে অন্তর্ভুক্ত নয়।
অবশ্য গর্বিত ভারতীয়রা এই থিওরি দেখে চোখে পট্টি পরে নেবে।
কিন্তু যেদিন দেশ দেউলিয়া হবে সেদিন এরা বুঝবে, সেইদিন আর বেশি দেরি নয়।
অনলাইন মানি সিষ্টেম কে হাতিয়ার করে সকল লিকুয়িড মানি মোটামুটি বাজার হতে 75% তুলে নেওয়া হয়েছে তারপর সেগুলো অনলাইনে দেখালেও আদৌও  কোষাগারে আছে কিনা কেবা দেখতে যাচ্ছে?।
তারপর সেগুলো গুজরাটি বড় বড় লেভেলের ব্যবসায়ীদের ধার হিসেবে দেওয়া হচ্ছে অবশ্য ধারের কিছু অংশ পদ্মের দলকে দেওয়া হয় কারণ জাতভাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কিনা,বেপার করার জন্য এই গুজরাটিদের সাথে দহরম মহরম আবার মারোয়ারীদের কারণ দুজাতই ব্যাপার করার জন্য ঘরের ...কে বাজারেও বন্ধক রাখে।
তারপর লোনগুলো নিয়ে ফেঁপে ওঠে বিদেশে পালিয়ে যাওয়ার সময়ও জাতভাইদের কিছু অংশ দেয় তারপর ফুরুত...!
নিরব মোদী,বিজয় মালিয়া.…. অসংখ্য নাম কার কার বলবো ?।
হিন্দুত্ববাদের নামে বাকি সব জাতের হিন্দু এগুলো চোখে দেখেও দেখবে না কারণ আফিম-ধর্মের আফিমের নেশা অদৃশ্য তার ঘোর কাটানো বড় মুশকিল।
সুদীর্ঘকাল ভারতের সেনাবাহিনীতে কোন গুজরাটি রেজিমেন্ট কিন্তু নেই,মারোয়ারিও নেই(রাজপুত আলাদা জাত,ওরা ক্ষত্রিয় বেনিয়া নয়)!!!!!
অবশ্য যারা দেশলুট করে এমনকি আত্মস্বার্থে রাজাকে হঠাতে অতীতে বৃটিশদের ডেকে এনেছিল তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা দেশপ্রেম নামক শব্দের অপমান ছাড়া আর কিছুই নয়।

Author: Prosenjit Dey


You may also like