feminism

নারী পুরুষ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীবাদীদের উচিত যেসব দাবি করা—


মেথর পোস্টে ৫০% নারী চাই!

ইলেক্ট্রিশিয়ান পজিশনে ৫০% নারী চাই!

ওয়েল্ডিং পজিশনে ৫০% নারী চাই!

কারপেন্টার পজিশনে ৫০% নারী চাই!

ট্রান্সপোর্টেশন সেক্টরে ৫০% নারী চাই!

প্লাম্বার পজিশনে ৫০% নারী চাই!

কৃষি কাজে ৫০% নারী চাই!

সকল মেকানিকাল সেক্টরে ৫০% নারী চাই!

সকল মেনুফ্যাকচারিং সেক্টরে ৫০% নারী চাই!

ভবন নির্মাণ, রাস্তা নির্মাণ সহ আবাসিক, অনাবাসিক, বাণিজ্যিক ও সামরিক—মোটকথা সকল কন্সট্রাকশন সাইটে ৫০% নারী চাই!

ঠেলাগাড়ি চালক, রিকশা চালক, দিনমজুর সহ ছোট বড় সকল ফিজিক্যাল জব সেক্টরে ৫০% নারী চাই!

সেনাবাহিনীর ৫০% নারী চাই!

সীমান্ত রক্ষীর ৫০% নারী চাই!

যুদ্ধ বাধলে অগ্রগামী বাহিনীর ৫০% নারী চাই এবং লড়াইরত পদাতিক বাহিনীতে নারীদের অগ্রাধিকার চাই!

এই সব দাবি যদি নারীবাদীরা নিজেদের এজেন্ডায় অন্তর্ভুক্ত করে, তাহলে তাদেরকে নিজ দাবিতে সৎ বলা যায়।

Author: Sakib Hasan Piyada


You may also like