বাঙালি-কে কিভাবে ধাপে ধাপে শেষ করবে গুজারাতি হিন্দি সাম্রাজ্য

28-July-2025 by east is rising 23

একশ্রেনীর লোকের বক্তব্য, বাংলার বাইরে যে অসংখ্য প্রতিষ্ঠিত বাঙালি আছে নানা Professor থেকে Corporate এ উচ্চপদে তাদের তো কেউ কিছু বলছেনা।

এধরনের কথা যারা বলে, তাদের কিছু Basic ধারণার সমস্যা আছে। একটা community কে যখন তাড়ানো হয়, তখন শুরুতে তার সবথেকে দুর্বল, আর্থিক জোর নেই যার, সেই তাদেরকে target করা হবে এটাই স্বাভাবিক। এগুলো হচ্ছে - টোকা মেরে দেখা, কমিউনিটি Reaction কেমন আসে। যাদের Reaction দেওয়ার ক্ষমতা আছে, সেই প্রতিষ্ঠিত বাঙালিরা কতটা React করে - সেটা দেখার Process চলছে এখন।

Stage ১: গরীব পরিযায়ী শ্রমিক যাদের কোনো সম্বল নেই এবং, যাদের Majority হবে মুসলমান। Stage ১ চলার সময়, বাঙালি হিন্দুদের মধ্যে প্রচার করা হবে, যে এটা চললে বাংলাদেশী মুসলমান দের তাড়ানো যাবে, তাই তারা চুপ থাকবে।

Stage ২: পশ্চিমবঙ্গের ভেতরে যারা দরিদ্র, তাদের cancellation যার বড় সংখ্যা হবে হিন্দু। মতুয়া ভাইদের ক্ষেত্রে বড় scale এ হতে পারে এটা। stage ২ চলার সময়, বাংলার মুসলমানদের মধ্যে প্রচার করা হবে যে, এখানে বাঙালি হিন্দু Population Percentage কমে গিয়ে মুসলমান রা Majority পেতে পারে। তাই, তারা চুপ থাকবে।

Stage ৩: রাজ্যের মধ্যে বড় সংখ্যায় দরিদ্র শ্রেনীর UP বিহারী আনা।

Stage ৪: মধ্যবিত্ত ঘরের পূর্ববঙ্গ এর হিন্দু পরিবারের ভোটাধিকার Cancel করা। এবং, বাংলায় বাঙালি হিন্দু, অবাঙালি এবং মুসলমান দের ১:১:১ এর অনুপাতে নিয়ে আসা। তবে, এই মধ্যবিত্ত ঘরের বাঙাল হিন্দুদের Inmediately detention camp এ stage ৪ এই ঢোকানো হবেনা।

Stage ৫: ঘটি ও জমির মালিক যারা, তাদের কাছ থেকে জমির অধিকার কেড়ে নেওয়া বা, ব্যবসার দখল নেওয়া। ধরা যাক, কুন্ডু/ জানা পদবীর কারোর কোনো কাগজপত্র এর সমস্যা হচ্ছে। তাকে বলা হল, যতদিন তুমি কাগজপত্র যে তোমারই প্রমাণ না দেখাতে পারো, তোমার জমি / ব্যবসা প্রশাসন দ্বারা নির্বাচিত কোনো ব্যক্তি চালাবে। প্রশাসন দ্বারা নির্বাচিত ঐ ব্যক্তি টা হবে বিহারী / গুজরাতি। বামুন কায়েত এই পর্যায়ে আক্রান্ত হবেনা। বাঙালি মধ্যবর্ণ সদগোপ আগুড়ি কৈবর্তমহিষ কর্মকার তিলি - এরা হবে প্রধান আক্রান্ত। যেহেতু ইতোমধ্যেই বাঙালি হিন্দু ভোটাধিকারের দিক থেকে ১/৩ আয়তনে নেমে এসেছে, তাই এরা কোনো কমিউনিটি-ভিত্তিক পাল্টা দিতেও পারবেনা।

Stage ৬: stage ৪ ও ৫ এর repitition কিন্তু, এতদিন যা নিয়ম মেনে হচ্ছিল। সেটাই নিয়ম ছাড়া লাগামহীন ভাবে করা। এবং, বাংলার বাইরে White Collar Layer এ থাকা বাঙালিরাও এবার হয়রানির শিকার হওয়া শুরু হবে। এদের হাতে যদি বাংলার বাইরে কোনো Plot কেনা থাকে, বা এদের Bank accounts থাকে। সেই Asset গুলো Seal করা শুরু হবে।

আমার ব্যক্তিগত ধারণা, ব্রাহ্মণ বা, কায়স্থ দের System খুব একটা আঘাত করবেনা। এর কারণ হচ্ছে, এরা এখনও বাঙালি জাতির মুখপত্র বা, Facet

ফলে, এদের গায়ে হাত পড়লে, that'll make a big noise যেটা system চাইবেনা। তবে হ্যাঁ, stage ৬ দীর্ঘদিন continue করলে, তারপর পড়তেই পারে।

Author: Animesh


You may also like