
এটা নরেন্দ্র মোদীর ভারত, যেখানে বিদেশী সন্ত্রাসীদের করা সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়ে দেওয়া হয় দেশের মুসলিমদের বিরুদ্ধে।
পহেলগাম হামলার পর, মাত্র ১৫ দিনে মুসলিমদের লক্ষ্য করে ১৮৪ 'টি ঘৃণ্য অপরাধের খবর পাওয়া গেছে, যার ফলে ভারতজুড়ে ৩১৬ জন ভুক্তভোগী আক্রান্ত হয়েছেন (APCR রিপোর্ট)।
আইন ও ঐক্য বজায় রাখার পরিবর্তে, মোদীর শাসন জনতাকে নির্দোষ মুসলিম নাগরিকদের মারধর, হুমকি এবং হত্যা করতে সক্ষম করেছে - কেবল তাদের বিশ্বাসের কারণে।
Author: Sakib Hasan Piyada