
অর্থাৎ (৩১০০ পূর্ব্ব থেকে খৃষ্টাব্দ শুরু পর্য্যন্ত)
৩১০০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> যুধিষ্ঠিরের পর পরীক্ষিতের রাজ্যকাল।
৩০০০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> জন্মেজয়ের রাজত্ব-কাল।
১২৮৮ পূর্ব্ব-খৃষ্টাব্দ> ক্ষেমকের রাজ্যকাল ও পাণ্ডব-বংশের পরিসমাপ্তি। হস্তিনাপুরের প্রভাব বিধ্বস্ত।
১১৮২ পূর্ব্ব-খৃষ্টাব্দ> মগধে জরাসন্ধ্য বংশের শেষ নৃপতি রিপুঞ্জয়কে হ ত্যার মাধ্যমে প্রদ্যোৎ-বংশের রাজত্ব আরম্ভ।
৮৬০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> প্রদ্যোৎ বংশীয় পালকের পর পুলক বংশীয় নৃপতি রাজত্ব করেন।
৮৫৬ পূর্ব্ব-খৃষ্টাব্দ> প্রদ্যোৎ বংশীয় বিশাখমূপ মগধের সিংহাসনে আরোহন করেন ও ২৫ মতান্তরে ৫৩ বৎসর রাজত্ব করেন।
৮৩১ পূর্ব্ব-খৃষ্টাব্দ> জনক বা অজক রাজ্যলাভ করেন।
৮০০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> নন্দীবন্ধন বা বর্ত্তিবর্দ্ধন রাজ্য লাভ করেন ও এই সময় হইতেই প্রদ্যোৎ বংশের অবসান হয়।
৭৭৭ পূর্ব্ব-খৃষ্টাব্দ> শিশুনাগ বংশের অভ্যুদয়। মগধ তাঁহার রাজধানী ছিল। এই শিশুনাগ-বংশীয় নৃপতিগণ ৩৬২ বৎসর কাল মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন।
৬০২ পূর্ব্ব-খৃষ্টাব্দ> বিম্বিসার মগধের সিংহাসনে অধিরোহন করেন। এই সময় রাজা প্রসেনজিৎ কোশল রাজ্যে প্রতিষ্ঠিত ছিলেন। শাক্যগণ কপিলাবস্তু নগরে রাজধানী স্থাপন করিয়াছিলেন।
শাক্যকুলপতি শুদ্ধোদন তখন পরাক্রমশালী হইয়া উঠিয়াছিলেন। বিম্বিসার ৫২ বৎসর রাজত্ব করিয়াছিলেন।
রাজচক্রবর্তী পরীক্ষিতের রাজত্ব-কাল মধ্যেই যখন এবম্বিধ বৈষম্যের ও বিশৃঙ্খলার সূত্রপাত ঘটিয়াছিল, তখন তাঁহার পরবর্তী প্রায় আড়াই হাজার বৎসবের মধ্যে কি বিকৃতি ঘটিবার সম্ভাবনা, সহজেই অনুমান হইতে পারে। সেই বিকৃতি বশতঃই পরবর্তিকালে হিন্দু-নৃপতিগণের কাহারও আর ভারতে একছত্র প্রভাব স্থায়ী হইতে পাবে নাই। সেই বিকৃতি-বশেই রাজশক্তি বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিল, আচার-বিচার ধর্ম্ম-কৰ্ম্ম কলুষিত হইয়া আসিয়াছিল। অধিক কি, নাস্তিক্য মতের উদ্ভাবনা-সেই বিকৃতিরই বিষময় ফল বলিয়া মনে করা যাহতে পাবে। ক্রিয়াভ্রষ্ট, আচারভ্রষ্ট, জ্ঞানভ্রষ্ট হইয়া অনেকেই তখন সংসারে বিষম বিষের প্রবাহ প্রবাহিত করিয়া তুলিয়াছিল।
ভারতে আবার নূতন রাজশক্তির নূতন সাম্রাজ্যাদির অভ্যুদয় ঘটিয়াছিল।
৫৬৩ পূর্ব্ব-খৃষ্টাব্দ> বিম্বিসারের রাজত্বকালে গৌতম বুদ্ধের আবির্ভাব হয়।
৫৫০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> অজাতশত্রু মগধের সিংহাসনে অধিরোহন করেন। অজাতশত্রু গৌতম বুদ্ধের সমসাময়িক বলিয়া প্রসিদ্ধ-সম্পন্ন।
৫২৭ পূর্ব্ব-খৃষ্টাব্দ> অজাতশত্রুর লোকান্তরের পর তৎপুত্র দর্শক মগধের সিংহাসনে আরোহন করেন।
৫১১ পূর্ব্ব-খৃষ্টাব্দ> দর্শকপুত্র উদয়াশ্ব মগধের সিংহাসনে অধিরহণ করেন। অজাতশত্রুর পুত্র উদয়ীভদ্দ পাটলিপুত্র রাজধানীর প্রতিষ্ঠা করেন।
৫০০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> নন্দীবন্ধন রাজ্য প্রাপ্ত হন। তিনি ৪২ বৎসর রাজত্ব করিয়াছিলেন। নন্দীবর্দ্ধনের পর মহানন্দী রাজা হইয়াছিলেন। তাঁহার ৪৩ বৎসর পর শিশুনাগ বংশের অবসান হয়।
৪৯০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> কোশলরাজ বিরোধক এই সময় গৌতমবুদ্ধের স্বজাতিবৃন্দকে ও আত্মীয়গণকে হ ত্যা করিয়া কপিলাবস্তু নগরের ধ্বংস সাধন করেন।
৪৮৫ পূর্ব্ব-খৃষ্টাব্দ> এই সময়ে বা ইহার অব্যবহিত পূর্বে পারস্য হতে দারায়ুস ভারত আক্রমণের জন্য অগ্রসর হইয়াছিলেন।
৪৮০ পূর্ব্ব-খৃষ্টাব্দ> গৌতম বুদ্ধের তিরোভাবের অব্দ বলিয়া নির্দ্দিষ্ট হয়।
৪১৫ পূর্ব্ব-খৃষ্টাব্দ> মহাপদ্মানন্দী রাজ্য প্রাপ্ত হন।
৩২৫ পূর্ব্ব-খৃষ্টাব্দ> আলেকজাণ্ডারের ভারত অভিযান ও তাঁর মৃ ত্যু।
৩১৫ পূর্ব্ব-খৃষ্টাব্দ> নন্দ বংশের উচ্ছেদ সাধনে কৌটিল্য চাণক্যের দ্বারা মৌর্য্য বংশের প্রতিষ্ঠা হয় ও চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে অধিষ্ঠিত হন।
২৯৬ পূর্ব্ব-খৃষ্টাব্দ> এই সময় চন্দ্রগুপ্ত লোকান্তর গমন করেন। তাঁহার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে আরোহন করেন।
২৭৩ পূর্ব্ব-খৃষ্টাব্দ> পিতা বিন্দুসারের মৃ ত্যুর পর অশোক (অশোকবর্দ্ধন) সিংহাসন লাভ করেন।
১৮৫ পূর্ব্ব-খৃষ্টাব্দ> এই হইতে মৌর্য্য বংশের অবসানে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হইয়াছিল। শুঙ্গবংশীয় পুস্পমিত্র পাটলিপুত্রের সিংহাসনে অধিরোহণ করেন। তাঁহার রাজত্বকালে মেনান্দার কর্ত্তৃক ভারতবর্ষ আক্রমণ হয় (১৫৫-১৫৩ পূর্বখৃষ্টাব্দ)।
১৪৯ পূর্ব্ব-খৃষ্টাব্দ> পুস্পমিত্রের পর তাঁর পুত্র অগ্নিমিত্র সিংহাসনে আরোহণ করেন।
৭৩ পূর্ব্ব-খৃষ্টাব্দ> দশম নৃপতি দেবভূতি হইতে শুঙ্গ বংশের প্রাধান্য বিলুপ্ত হয়।
৫৭ পূর্ব্ব-খৃষ্টাব্দ> রাজচক্রবর্ত্তী বিক্রমাদিত্যের সুপ্রতিষ্ঠার কাল। এই সময় হইতেই বিক্রম সংবতের প্রবর্ত্তনা। বিক্রমাদিত্য ও তাঁহার পুত্র ৯৩ বৎসর রাজত্ব করেন। শ্রেষ্ঠ হিন্দু নৃপতি বলিয়া তাঁহার এতদূর প্রতিষ্ঠা হইয়াছিল যে, পরবর্ত্তী কালে অন্যান্য রাজন্যবর্গ আপনাদিগকে 'বিক্রমাদিত্য' নামে পরিচিত করিয়া গিয়াছেন।
৪৯ পূর্ব্ব-খৃষ্টাব্দ> এই সময় কণ্ব বংশীয় নারায়ণ মগধের সিংহাসন লাভ করেন।
৩৭ পূর্ব্ব-খৃষ্টাব্দ> কণ্বের পর সুশর্মা মগধের সিংহাসন লাভ করেন। তিনি কণ্ব বংশের শেষ নৃপতি। তাঁহাকে সিংহাসনচ্যুত করিয়া মগধে অন্ধ্র বংশ প্রতিষ্ঠিত হইয়াছিল। এই অন্ধ্রগণ দ্রাবিড় দেশের আদি-অধিবাসী বলিয়া পরিচিত।
তথ্যঃ পৃথিবীর ইতিহাস পঞ্চম খণ্ড
Author: Saikat Bhattacharya