বিয়ে আর প্রেম পুরুষ এড়িয়ে যাক

যারা পুরানো দিনের কথা ভুলতে না পেরে মনে করে আবার পুরুষ একা রোজগার করবে আর তার বৌ ঘর সামলাবে তারা আসলেই ইউটোপিয়ায় বাস করে।কারণ শিল্পোন্নত সমাজে বাচ্চা লালন পালন করার খরচ বেড়ে চলবেই। এটা চাষাবাদ নয় যে ১২ বছর হলেই ছেলে কাজ শিখে নিতে পারবে। এখন ২৫-৩০ বছরের আগে কেউ সাবলম্বী হতে পারেনা। তাই বেশি বাচ্চা নেওয়া অসম্ভব। আর ওই একই কারণে ঘরে বৌ পোষাও কঠিন। শিল্পোন্নত কোন সমাজই তা পারবেনা করতে। আফঘানিস্তান ও সোমালিয়ায় হয়তো এখনো সম্ভব কিন্তু বিশ্বের অধিকাংশ জায়গাতেই তা অসম্ভব। মেয়েরা পড়াশুনো করবেনা, কেবল ঘরের বৌ হবে এই সব ইউটোপিয়া। নারী পড়াশুনা করবেই। বেশি করে মা হবে না বেশি করে রোজগেরে হবে তা নারী ও সমাজবীদদের ভাবনা। পুরুষ কেবল নিজের কথাটুকুই বলবে।

পুরুষ বলবেঃ "নারী, তুমি এখন শিক্ষিতা, রোজগেরে আর তাই তোমার ওপর আমার নিয়ন্ত্রণ নেই। এই জন্যে আমি বিয়ে নামক প্রতিষ্ঠান স্বীকার করতে রাজি নই। বিয়ে মানে পুরুষের পুরনো অধিকারগুলো নেই বটে, অথচ পুরনো দায়িত্ব রয়ে গেছে। বিয়ে বা প্রেম নামক হ্যাপাতে আমি আর নেই।"

পুরুষকে আধুনিক হতে হবে আর পুরানো সে দিনের কথা নিয়ে ফ্যানটাসি বন্ধ করতে হবে।

Read More

Author: Saikat Bhattacharya

Social Sex War 31-December-2021 by east is rising


A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session7eb0d35876fee31902a80fd0600007ea1a6fb0c6 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: