চীন ও বাঙ্গু বাম্বাচ্চাঃ নারী প্রসঙ্গে কে বেশি বৈজ্ঞানিক ?

বাঙ্গু বাম্বাচ্চারা সর্বদা 'নারী স্বাধীনতা' ও 'সমকাম স্বাধীনতা' বলে চিৎকার করে বেড়ায়। তাদের মতে—“এগুলো খুবই 'বৈজ্ঞানিক' 'প্রগতিশীলতা' ও 'উন্নতির মানদণ্ড', এগুলোকে যারা মানে না তারা নাকি 'বিজ্ঞানবিরোধী' ও 'পশ্চাৎপদ'।”

পৃথিবীর সেরা উন্নত দেশগুলোর মধ্যে চীন অন্যতম অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী দেশ। চীন সেইসাথে বাম্বাচ্চাদের তীর্থস্থানও। সেই চীনের দুটো বিষয় নিয়ে আলোচনা করবো:

১. নারীবাদ ও নারী স্বাধীনতা

২. সমকাম স্বাধীনতা

১. চীনের নারীবাদ ও নারী স্বাধীনতা:

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

পর্যবেক্ষকদের মতে, শি জিনপিং-এর প্রশাসন ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে চীনে নারীর অধিকার (মূলত নারীবাদ) পশ্চাৎমুখী হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের লিঙ্গ বৈষম্য সূচকে ২০১২ সালে চীন ছিল ৬৯তম, আর ২০২৪ সালে নেমে গেছে ১০৬তম স্থানে। একই সময়ে মন্ত্রী পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব কমে দাঁড়িয়েছে ৪.৩%-এ, ২০২২ সালে, ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো, চীনা কমিউনিস্ট পার্টি (CCP)-র পলিটব্যুরোতে কোনো নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি।¹

পর্যবেক্ষকদের মতে, কমিউনিস্ট পার্টি সরকারি পদে নারীর ভূমিকা হ্রাস করছে। শি জিনপিং বহুবার ঐতিহ্যবাহী পরিবার ও নারীত্বের গুণাবলির কথা উল্লেখ করেছেন। ২০১৬ সালে তিনি 'স্ত্রীর গুণ' ও 'মাতৃসুলভ মমতা'কে চীনা নারীদের জন্য আদর্শ গুণ হিসেবে বর্ণনা করেন। ২০১৯ সালে শি বলেন, পারিবারিক মূল্যবোধ রক্ষায় নারীদের একটি অনন্য ভূমিকা রয়েছে। আর ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে শি 'মাতৃত্ব'কে মহিমান্বিত করেন।²

২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নারীত্বের ঐতিহ্যবাহী আদর্শকে পুনরুজ্জীবিত ও প্রচার করার এবং আরও কঠোর পুরুষতান্ত্রিক আদর্শকে প্রচার করার জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করে।³ শি জিনপিং ২০২৩ সালে নারীদের জন্য বলেছেন, যে নারীদের উচিত বাড়িতে থাকা এবং বাচ্চা পালন করা। এছাড়া সম্প্রতি ডিভোর্স ল-তেও পরিবর্তন এসেছে। স্ত্রী অর্ধেক সম্পত্তি আর পাবেনা।

শি জিনপিংয়ের অধীনে , প্রশাসন বহু নারীবাদী এনজিও বন্ধ করে দেয় এবং নারীবাদী প্ল্যাটফর্মগুলিকে সেন্সর করে। প্রশাসন নারীবাদকে একটি বিষাক্ত পশ্চিমা মতাদর্শ হিসেবে দেখে।⁴

২০২২ সালে, চীনের কমিউনিস্ট ইয়ুথ লীগ ঘোষণা করে যে, 'চরম নারীবাদ ইন্টারনেটে একটি বিষাক্ত টিউমারে পরিণত হয়েছে।'⁵

এজন্যই চীন প্রশাসন অনেক অনলাইন ফোরামের নারী-অধিকারভিত্তিক গ্রুপগুলোকে 'সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী' বলে বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শি জিনপিংয়ের অধীনে নারীবাদী সক্রিয়তার উপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। 'নারীবাদ' এবং 'মিটু'-র মতো শব্দগুলিকে অনলাইন সেন্সরশিপের আওতায় আনা হয়। এবিষয়ে চীনা নারীবাদী লি মাইজিও এবিসিকে বলেন—“It made me extinct on Weibo, which is terrifying, and I was named by Weibo, saying that I was inciting hatred.”⁶

২০২১ সালের এপ্রিল মাসে দশটি নারীবাদী ফোরাম বন্ধ করে দিয়েছে, কারণ প্রশাসন মনে করে 'নারী-কেন্দ্রিক সংস্কৃতি' চীনের পুরুষ-শাসিত ব্যবস্থার জন্য একটি হুমকি।⁷

সাংগঠনিকভাবে নারীবাদী কাজকর্ম চীনে প্রায় অসম্ভব, কারণ ২০১৫ সালে, আন্তর্জাতিক নারী দিবসের আগে পাঁচজন নারী রেল ও বাসে লিঙ্গভিত্তিক হেনস্থার বিরুদ্ধে ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়েছিলেন মাত্র আর তাতেই প্রশাসন তাদেরকে 'ঝগড়া উস্কে দেওয়া'র অভিযোগে গ্রেপ্তার করে।⁸

মিটু আন্দোলনের জন্য নারীকর্মী Huang Xueqin-কে ২০২৪ সালে 'state subversion'-এর অভিযোগে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

এজন্যই চীনা নারীবাদীরা অনলাইন ফেমিনিজমে ঝুঁকছে কিন্তু অনলাইন ফেমিনিজমকেও চীনা প্রশাসন কঠোরভাবে দমিয়ে দেয়। সোশ্যালে হ্যাশট্যাগ # MeToo দ্রুত সেন্সর হয়ে যায়। Feminist Voices-এর মত একাধিক প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়।

হিউম্যান রাইটস ওয়াচ-এর গবেষণা অনুযায়ী, চীনে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপনে প্রকাশ্যে নারীদের প্রতি বৈষম্য করা হয়। গত পাঁচ বছরে প্রকাশিত ৩৬,০০০ চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে তারা দেখতে পায়, এসব বিজ্ঞাপনে নিয়মিতভাবে পুরুষ প্রার্থীদের প্রতি অগ্রাধিকার দেওয়া হয়।

টেক জায়ান্ট আলিবাবা এবং বাইডুও এমন বিজ্ঞাপন প্রকাশ করেছিল যেখানে নারীদের আবেদন করার কোন সুযোগই রাখা হয়নি।

Human Rights Watch-এর ২০১৮-র একটি রিপোর্ট মতে: ২০১৭ সালে সরকারি চাকরির প্রায় ১৩ % বিজ্ঞাপনে লেখা ছিল 'পুরুষ প্রযোজ্য', ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে ১৯%।⁹

একটা রিপোর্টে দেখা যায়, চীনের ১৯৫টি পেশাদার ই-স্পোর্টস ক্লাবের ৯০ শতাংশেরও বেশি শুধুমাত্র পুরুষদের জন্য।

২. চীনে সমকাম স্বাধীনতা

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

২০১২ সালের নভেম্বরে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে চীনে সাংস্কৃতিক সেন্সরশিপ বৃদ্ধি করা হয়েছে । চীনা কমিউনিস্ট পার্টি LGBTQ সমর্থনকে বিদেশী শক্তির হুমকি হিসাবে বিবেচনা করে। ২০১৬, ২০১৯, ২০২২ এবং ২০২৫ সালে, চীন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যৌন অভিমুখীতা এবং লিঙ্গ পরিচয় সংক্রান্ত জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞের বিরুদ্ধে ভোট দিয়েছিল ।¹⁰

শি জিনপিংয়ের প্রশাসন LGBTQ স্থান এবং অনুষ্ঠানগুলি বন্ধ করতে বাধ্য করেছে এবং LGBTQ অধিকার কর্মীরা দেশের গণ নজরদারি ব্যবস্থার দ্বারা আরও বেশি তদন্তের শিকার হয়েছে।

Boy's Love লেখকদের নিয়মিতভাবে গ্রেপ্তার করা হয় এবং ফৌজদারি মামলা করা হয়।¹¹

২০১৫ সালের সেপ্টেম্বরে 'মামা রেইনবো' নামক সমকামী তথ্যচিত্র সমস্ত চীনা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ২০১৬ সালে প্রশাসন জনপ্রিয় নাটক, 'অ্যাডিক্টেড'-কে চীনা ওয়েবসাইটগুলিতে নিষিদ্ধ করে। সরকারের মতে, এই অনুষ্ঠানটি নতুন নির্দেশিকা লঙ্ঘন করেছে, যেখানে বলা হয়েছে যে, “কোনও টেলিভিশন নাটকে অস্বাভাবিক যৌন সম্পর্ক এবং আচরণ দেখানো যাবে না, যেমন অজাচার, সমকামী সম্পর্ক, যৌন বিকৃতি ইত্যাদি।”

তাহলে দেখা যাচ্ছে বাম্বাচ্চারা যেগুলোকে 'প্রগতিশীলতা' 'বৈজ্ঞানিক' 'উন্নতির মানদণ্ড' ইত্যাদি বলে প্রচার করছে দেখা যাচ্ছে তাদেরই তীর্থস্থানে সেগুলোকে কঠোরভাবে দমন করা হচ্ছে। তাতে কি তারা পিছিয়ে পড়েছে? বৈজ্ঞানিক গবেষণা থেমে গেছে?— মোটেওনা,বরং তাদের অবস্থা পৃথিবীর সেরা উন্নত দেশের তালিকায়। আর উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।

_____________

বিজ্ঞানসুত্র:

১.International Women's Day: 30 years of the Beijing Declaration, and Beijing’s Betrayal, March 07, 2025, Kris Li

২.Women’s voices, rights, and the vision of the state, Pan Wang, Chapter 5.

৩.Women’s voices, rights, and the vision of the state, Pan Wang, Chapter 5

৪.Lu, Shen. "Under Xi Jinping, Women in China Have Given Up Gains". The Wall Street Journal. Retrieved 10 November 2022.

৫.Chen, Yifan; Gong, Qian (23 January 2023). "Unpacking 'baby man' in Chinese social media: a feminist critical discourse analysis". Critical Discourse Studies. 21 (4): 400–417.

৬.China is repressing the feminist movement, but women's voices are only getting louder

By Samuel Yang for China Tonight

৭.Women’s voices, rights, and the vision of the state, Pan Wang, Chapter 5.

৮.Chinese International Women’s Day activist: ‘Feminism is a way of life’, 6 March 2025, Amnesty International.

৯.China: Job Ads Discriminate Against Women,April 23, 2018.

১০.UN votes to renew LGBTQ+ expert’s mandate just after the US withdrew from Human Rights Council, Alex Bollinger

July 8, 2025

১১.Wang, Vivian (28 June 2025). "Chinese Police Detain Dozens of Writers Over Gay Erotic Online Novels". The New York Times.

সৈকত ভট্টাচার্য বলছেন এর সাথে মাথায় রাখতে হবে যে চীনের কমিউনিস্ট পার্টি মনে করে উন্নয়ন হলে নারী শ্রম বাজারে যুক্ত হলে নারী ও পুরুষের উভয়েরই অর্থনৈতিক বিকাশ হয়। কিন্তু নারী আর আগের মতো স্বামীর ওপর অর্থনৈতিক ভাবে নির্ভরশীল থাকেনা বলে নারীর যোউন স্বাধীনতাও বেড়ে যায়। ফলে যৌনতার বাজারে পুরুষের দর কষাকষির ক্ষমতা কমে আর নারীর বাড়ে। নারী মূলত শ্রেষ্ঠ পুরুষদের (রূপে ও অর্থে) দিকে আকর্ষিত হয় এবং শ্রেষ্ঠ পুরুষদের না পেলে নীম্ন পুরুষদের (রূপে ও অর্থে) দিকে যায়না। ফলে একদিকে আর্থিক ভাবে শক্তিশালি ও রূপবান সামান্য অংশের কিছু পুরুষদের থাকে নারীর আধিক্য আর অধিকাংশ সাধারণ পুরুষের নারী জোটেনা। এর ফলে সাধারণ পুরুষ নারী পেতে তোয়াজ (simping) করা শুরু করে এবং তাদের কাছে নারি পাওয়ার জন্য চড়া মূল্য দিতে হয়। মূল্য দিতে না পেরে অধিকাংশ সাধারণ পুরুষই বিবাহবিমুখ হয়ে যায়। নারীও বিবাহবিমুখ থাকে। জন্ম হার অস্বাভাবিক ভাবে হ্রাস পায়। তাই চীন সরকার উন্নত যৌন রোবট ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন রোবট আবিস্কার করেছে এবং এগুলোর সাহায্যে সমস্যাগুলোর মোকাবিলা করার চেষ্টা করছে।

Read More

Author: খাইরুল

Social Sex War feminism 02-September-2025 by east is rising

নারীর শিক্ষায় ও চাকরীতে ইসলামী ইরান-এর জয়যাত্রা

বিশ্বজুড়ে সেকুলার ও লিবারেলদের ইরান নিয়ে বরাবর একটা হা-হুতাশ লক্ষ্য করা যায় ১৯৭৯ সালের খোমেনি বিপ্লবের পর। তাদের মতে— “ইরানের নারীরা নিষ্পেষিত, অবহেলিত ও অত্যাচারিত। মোল্লাতন্ত্র তাদেরকে শেষ করে দিয়েছে। সেকুলার পাহলভির শাসনকালই স্বর্ণযুগ ছিলো ইরানের নারীদের জন্য।”—এসব বক্তব্য দেওয়া হয় মূলত ইরানকে সামনে রেখে ইসলাম ও মোল্লাসমাজের একটা নারীবিরোধী চিত্র ফুটিয়ে তোলার জন্য।

এটা কতটুকু সঠিক? আসলেই কি শাহ আমল নারীদের জন্য স্বর্ণযুগ ছিলো?—ডেটা কি বলে দেখা যাক একটু:

বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি ১৯৯২ সালের ১৬ ডিসেম্বর এক ভাষণে বলেন:

“… কেউ যেন এই প্রচার না করে যে, হিজাব, লজ্জাশীলতা, গৃহস্থালী দায়িত্ব পালন এবং সন্তান প্রতিপালন বজায় রেখে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আজ আমাদের সমাজে নানা ক্ষেত্রে অনেক নারী বুদ্ধিজীবী ও বিজ্ঞানী রয়েছেন পরিশ্রমী, বুদ্ধিমান ও মূল্যবান বিশ্ববিদ্যালয় ছাত্রী; উচ্চশিক্ষায় শিক্ষিত; কৃতিত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় চিকিৎসকরা! আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানে নারীদের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্র উন্মুক্ত রয়েছে…”

এই বক্তব্যের প্রতিফলন হিসেবে দেখা যায়, ইরানে—

◾নারী সাক্ষরতা ও শিক্ষা

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

বিশ্বব্যাংকের ডেটা অনুসারে ইরানে ১৯৭৯ সালের খোমেনি বিপ্লবের আগে পশ্চিমাপন্থী শাহর আমলে

সামগ্রিক জনগোষ্ঠীর সাক্ষরতার হার ছিলো ৩৬%

আর নারীদের সাক্ষরতার হার ছিলো ২৪%।¹ বিপ্লবের কয়েক দশকের মধ্যে হার বেড়ে দাঁড়ায় ৯৮%-এ। ১৯৭৬ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বে সাক্ষরতার হার ২০% বেড়েছে। কিন্তু ইরানে এই সময়ে সাক্ষরতার হার প্রায় ৫০% বেড়েছে।² ২০১৬ সালে ইরানে নারীদের সাক্ষরতার হার বেড়ে দাঁড়ায় ৮১%, যেখানে বৈশ্বিক হার ছিল ৮২%।³ উচ্চশিক্ষায় নারীর হার প্রায় ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। ১৯৭৮ সালে যা ছিলো ৩%, ২০১৮ সালে সেটা ৫৯ শতাংশে পৌঁছেছে।⁴ ইসলামি বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষকসংখ্যা ১৬ গুণ বৃদ্ধি পেয়েছে। ১৯৭৯ সালে নারী শিক্ষকরা মোট শিক্ষকসংখ্যার মাত্র ১.৪% ছিলেন। কিন্তু ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪%। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের মধ্যে ২০%, অথচ বিপ্লবের আগে এই হার ছিল মাত্র ১.৪%।

খোমেনি রেজিমে ১৯৯১–৯২ থেকে ২০০৬–০৭ সালের মধ্যে, সরকারিভাবে নারীদের বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ বেড়ে ২৮% থেকে ৫৮%-এ উন্নীত হয়। Private Azad University-তেও অনুরূপ প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়।⁵ ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নারীর হার ছিলো ৬৫%। [Tehran Times], ২০১৫ সালে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার ছিলো ৬৭% , এরপর কিছুটা হ্রাস পেয়ে ২০২০ সালে দাঁড়ায় ৫৭.২%। সর্বনিম্ন ছিলো ১৯৭১ সালে শাহের আমলে, মাত্র ১.৫৫%। [IndexMundi], এছাড়াও বিশ্বের শীর্ষ ১% সর্বাধিক উদ্ধৃত গবেষকদের মধ্যে ১৩০ জনেরও বেশি ইরানি নারী।

◾ বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

এবার চলুন উন্নত রাষ্ট্রে নারীদের STEM তথা

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে অংশগ্রহণ দেখে নিই এক ঝলকে তুলনামূলকভাবে:

যুক্তরাষ্ট্র— ৪৪%, যুক্তরাজ্য—৩৮%,জার্মানি— ২৭%,ফ্রান্স—৩২%, অস্ট্রেলিয়া—৩৭%, সুইজারল্যান্ড— ২২%, সুইডেন—৩৬%, ডেনমার্ক—৫০.৮%, ইতালি—৪০%, এদিকে আমাদের ভারতে নারীদের STEM-এ হার মাত্র—৪৩%।[Times of India 2021]

মোল্লাপন্থী ইরানের হারা জানা আছে? নারীদের STEM তথা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে অংশগ্রহণ হলো—৭০%, যা ভারতসহ পশ্চিমের উন্নত প্রগতিশীল রাষ্ট্রগুলোর প্রায় দুইগুণ বেশি।⁶ ইরানে ডক্টরেট লেভেলের শিক্ষার্থীদের প্রায় ৫৮% নারী । যুক্তরাষ্ট্রে এই হার ৫৬%।⁷

UNESCO-র ২০২১-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ইরানে Researchers-দের প্রায় ৩২% অংশ নারী ছিল, ভারতে ২০১৮ সালে এই হার ছিলো ১৬.৬% যা এখনও আছে । জাপানে এই হার ১৭.৫%। পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার (যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে) গবেষকদের মধ্যে নারী প্রায় ৩৫% গড় ছিলো। অর্থাৎ ইরানের সমতুল্য।⁸

◾নারী ডাক্তার

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

ইরানে, চিকিৎসা বিদ্যালয়ের স্নাতকদের মধ্যে ৬০% এবং ডক্টরাল পর্যায়ের স্নাতকদের মধ্যে ৫২% নারী। যা পাহলভি সময়ের থেকে ৩৫ গুণ বেশি।⁹ বর্তমানে ইরানের সরকারি ভাষ্যমতে ইরানে বিদেশি চিকিৎসকের প্রয়োজন নেই। একটা গবেষণায় উঠে এসেছে, ১৯৭৯ সাল থেকে ২০১৫ অব্দি, মহিলা চিকিৎসা বিশেষজ্ঞের সংখ্যা ৯৩৩% বৃদ্ধি পেয়েছে, আর সেইসাথে মহিলা উপ-বিশেষজ্ঞের সংখ্যা ১৭০০% বৃদ্ধি পেয়েছে।¹⁰ ২০২২ সালে ইরানে সক্রিয় জেনারেল প্র্যাকটিশনার বা সাধারণ চিকিৎসকদের প্রায় ৫০% ছিলেন নারী।¹¹ এছাড়াও ইরানে বর্তমানে মোট চিকিৎসা রেসিডেন্টদের মধ্যে নারীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি।

এদিকে আমেরিকায় ২০২২ সালে সক্রিয় চিকিৎসকদের মধ্যে নারীদের সংখ্যা ছিল মাত্র ৩৮%।¹² জাপানে চিকিৎসকের মধ্যে ২৩.৬% নারী। ২০১৫ সালে ফ্রান্সে মোট চিকিৎসকদের মধ্যে ৪৪% ছিলেন নারী, ScienceDirect(২০১৯)-এর তথ্য অনুযায়ী। সাউথ কোরিয়ার JKMA-র ২০২১-এর তথ্য অনুযায়ী সেখানে নারী ডাক্তারের হার মাত্র ২৬.৮%। ভারতের দিকে তাকালে দেখি Dasra-র "An Unbalanced Scale: Exploring the Female Leadership Gap in India’s Healthcare Sector" রিপোর্ট অনুসারে, ভারতে মাত্র ২৯% মহিলা ডাক্তার।¹³

স্পষ্টতঃ লিবারেল শ্রেণী একটা সুগঠিত মিথ্যা প্রচারণা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। কারণ তাদের চোখে 'ইসলাম' ও 'মোল্লাতন্ত্র' দুটোই খারাপ আর 'ভালো' হচ্ছে 'পশ্চিমা-সভ্যতা' সুতরাং ইরান নিয়ে প্রপাগাণ্ডা চালিয়ে যেতে হবে মিথ্যা বয়ান জনমানসে গেঁথে দেওয়ার জন্য।

শেষকথা, নারী স্বাধীনতা বলতে যদি নোংরামি, প্রকাশ্য খোলামেলা পোশাক পরা, সিগারেট খাওয়া বোঝায় তাহলে ইরানে নারী স্বাধীনতা অবশ্যই নেই।

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

রেফারেন্স :

[1]Statistics on Women in Iran, Garrett Nada December 9, 2020.

[2]https://data. http://worldbank.org/indicator/SE.ADT.LITR.ZS?end=2016...

[3]https://data. http://worldbank.org/indicator/SE.ADT.LITR.FE.ZS?end=2016...

[4] Statistics on Women in Iran, Garrett Nada December 9, 2020.The Iran primer.

[5] Educational Attainment in Iran

January 29, 2009, Zahra Mila Elmi.

6. The West is way behind Iran and Saudi Arabia when it comes to women in science, QUARTZ, Annalisa Merelli,July 21, 2022

Set To Take Over Tech: 70% Of Iran's Science And Engineering Students Are Women,Amy Guttman, Forbes

[7] Status of women in Iran, Susan Abulhawa,June 24, 2025, Workers World.

[8]Gender imbalances remain in digital skills and STEM careers,UNESCO, 25/04/2023.

February 2025 UIS Data Release: Explore the latest progress on SDG 9.5 Research

and Development through key indicators.

9.Iran’s outcomes in healthcare over past 45 years, MEHR News Agency, Feb 4, 2024

10. Health Care and Medical Education to Promote Women’s Health in Iran; Four Decades Efforts, Challenges and Recommendations, july 2020, ResearchGate

11.Equity in the geographical distribution of general practitioners in Iran, National Library of Medicine.

12.Women are changing the face of medicine in America, Patrick Boyle, Michael Dill,; Rosalie Kelly and Zakia Nouri, May 28, 2024.

13.Women occupy only 18% of leadership roles in India's healthcare sector, earning 34% less than male counterparts: Report. Mansi Jaswal, 6 Dec 2023, Mint

Read More

Author: খাইরুল

Historical Sex War feminism 28-July-2025 by east is rising


A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session156496e4ccc5dab2684463c636a6e62fc7bc120e because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: