অনেকেই ভেবে থাকে, আরব দেশগুলো বোধহয় ইস.রায়ে.লকে স্বীকৃতি দেয় নাই। অথবা শুধু আরব আমিরাতই বোধহয় দিয়েছে।
কিন্তু সত্য হলো—
মিশর ইস.রায়ে.লকে ১৯৭৯ সনে স্বীকৃতি দিয়েছে, ক্যাম্প ডেভিড চুক্তির আওতায়। ফলে সে বছর শান্তিতে নোবেল প্রাইজ পায় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।
জর্ডান ইস.রায়ে.লকে স্বীকৃতি দেয় ১৯৯৪ সনে। ইয়াসির আরাফাতের অসলো শান্তিচুক্তির পরপর।
আরব আমিরাত ২০২০ সনে ট্রাম্পের আবরাহাম অ্যাকর্ডের আওতায় ইস.রায়ে.লকে স্বীকৃতি দেয়।
এছাড়াও বাহরাইন, মরক্কো, সুদান অন্যতম আরব দেশ, যারা ইস.রায়ে.লকে স্বীকৃতি দিয়েছে।
আর সৌদি, সিরিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত ও ইরান এখনও ইস.রায়ে.লকে স্বীকৃতি দেয়নি।
ওমান ও সৌদি যে কোন সময় দিয়ে দিতে পারে স্বীকৃতি।
-- খালিদ মুহাম্মদ