ভারত ও পঃ বঙ্গে অপরাধীদের তালিকায় মুসলমানদের নাম কি বেশি?

25-August-2025 by east is rising 230

নওসাদ সিদ্দিকী একটা ইসলামবিরোধী চ্যানেলে গিয়ে বলেন যে,—“সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষজন।”

উনি এমনটা কেন বললেন জানিনা, কিসের ভিত্তিতে বললেন জানিনা, কিন্তু ওনার কথা কতটুকু সঠিক? আসুন ডেটা দেখা যাক।

জেনারেশন-জেড ( Gen-z ) এর পক্ষে থেকে “সাকিব হাসান পিয়াদা” প্রথমেই জানান সিংহভাগ কথার অর্থ কি, সিংহভাগ কথার অর্থ হলো প্রায় সবাই বা সকলেই। সংখ্যার বিচারে ৮০-৯০% বা তারও বেশি হওয়া চায়।

এবং “সাকিব হাসান পিয়াদা” আরো বলেন একটা বিষয় মাথায় রাখা উচিত যে বিচারাধীন কিংবা পুলিশ আটক করেছে কিংবা মামলা হয়েছে মানেই এই নয় যে সে অপরাধী বা কনভিক্টেড। কারণ আইনের দৃষ্টিতে একজন যতক্ষণ দোষী প্রমাণিত না হচ্ছেন ততক্ষণ সে নির্দোষ। শুরু করা যাক—

ভারতজুড়ে মোট জেলবন্দীর সংখ্যা ৫.২২ লক্ষের মতো, তার মধ্যে ৩.৮৪ লক্ষেরও বেশি হিন্দু, ৯৭.৬৫০ জন মুসলিম, ২২.১০০ জন শিখ। অর্থাৎ মুসলমানদের সংখ্যা ১ লক্ষও না।

২০২০ সালে সর্বমোট জেলবন্দীর মধ্যে মুসলিমদের হার ছিল ২০.২%, ২০২১ সালে সেটা ১৮.৭% তে নেমে আসে। এই ১৮.৭%-এর মধ্যে আবার আছে কনভিক্টেড অর্থাৎ যারা দোষী প্রমাণিত, Undertrial বা বিচারাধীন অর্থাৎ যারা দোষী নির্দোষ প্রমাণিত হননি, এরপর আছে detenues বা আটক অর্থাৎ যাদেরকে পুলিশ আটক করে রেখেছে অহেতুক সন্দেহবশত। এদিকে একই সময়ে হিন্দুদের হার ৭২.৮ থেকে ৭৩.৬ এ গিয়ে পৌঁছায়। একইসময়ে সবচেয়ে তীব্রভাবে শতাংশ বেড়েছে শিখদের ৩.৪ থেকে ৪.২-এ।

মোটকথা NCRB ডেটা ২০২১–২২ অনুযায়ী ভারতের মোট দোষী প্রমাণিতদের মধ্যে মুসলমানদের হার ১৫–১৬%, বিচারাধীন তথা Undertrials-এর মধ্যে হার ১৮–১৯%, আটক বা Detenues-এর মধ্যে হার ২৭–৩৫%

আরেকটা তথ্য বলছে দেশে কারাবন্দী দণ্ডপ্রাপ্তদের মধ্যে মুসলমানদের হার ২০২০ সালে ছিলো ১৭.৪% সেটা ২০২১ সালে কমে দাঁড়ায় ১৫.৯%-তে, বিচারাধীন বন্দীদের হার ছিলো ১৯.৫% সেটা কমে হয় ১৮% আর আটক বন্দীদের হার ছিলো ৩০.৭% সেটা নেমে দাঁড়ায় ২৭.৭%

আর একটা রিপোর্ট বলছে, মুসলমানদের মধ্যে দোষীদের তুলনায় বিচারাধীন বন্দীদের সংখ্যা বেশি।

এবার দেখি দলিত ও আদিবাসিদের হার, ভারতীয় কারাগারে দলিতদের ২১.৭ শতাংশেরও বেশি দোষী সাব্যস্ত, ২১ শতাংশ বিচারাধীন এবং ১৮.১৫ শতাংশ আটক। এদিকে ২০১৯ সালের শেষের দিকে ভারতীয় কারাগারে বন্দীদের মধ্যে দণ্ডিত আদিবাসিদের হার ছিলো ১৩.৬ শতাংশ। বিচারাধীন ১০.২%

IndiaSpend-এর ২০২২-এর একটা রিপোর্টে জানা যায় ২০২২ সালে ভারতের মোট বন্দীদের ৭৫.৮% হচ্ছেন Undertrials অর্থাৎ তারা দোষী প্রমাণিত নন, জাস্ট বন্দী।

তাদের মধ্যে হিন্দু ৬৫.২% আর মুসলিম ১৯.৩%

এবার আসি পশ্চিমবঙ্গে:

এনসিআরবি রিপোর্টে দেখা গেছে, দণ্ডপ্রাপ্তদের অর্থাৎ দোষীদের মধ্যে মুসলমানদের হার ৩৩% এবং বিচারাধীন বন্দীদের মধ্যে ৪৩.৫% ভাই এটা কীভাবে সিংহভাগ হয়?

Convicts অর্থাৎ, সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মুসলিম, ৩৩%

Undertrials তথা বিচারাধীন বন্দীদের মধ্যে মুসলিমের হার প্রায় ৪৩%

Detenues তথা Preventive detention বা বিশেষ আইন অনুযায়ী আটক বন্দীর মধ্যে মুসলিমের হার—প্রায় ৭৮.৫%

কেবল আটকের মধ্যে মুসলমানদের হার বেশি। আর আটক মানেই এই নয় যে সে দোষী অথবা ক্রিমিনাল বা কিছু করেছে। পুলিশ তো যে কাউকে আটক করতে পারে বিশেষ আইন অনুযায়ী।

কারাগারে মুসলিমদের অসামঞ্জস্যপূর্ণ উপস্থিতির জন্য আইনজীবীরা নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের পক্ষপাতদুষ্ট মনোভাবের উপর দোষ চাপিয়েছেন।

ইন্ডিয়ান সিভিল লিবার্টিজ ইউনিয়ন পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আনাস তানভীর মনে করেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে এর অনেক সম্পর্ক রয়েছে। তা ছাড়াও, তানভীর বলেন যে দারিদ্র্য, পুলিশের পক্ষপাতিত্ব এবং রাষ্ট্রযন্ত্রের পক্ষপাতদুষ্টতা এর জন্য দায়ী কারণ। আইনজীবী এবং মিথ্যা সন্ত্রাস মামলার প্রাক্তন বন্দী আব্দুল ওয়াহিদ শেখও তাই মনে করেন

এবং “দামাল বাংলার” তরফ থেকে লেখক “মানিক ফকির” যাইহোক নওসাদের বক্তব্য নিজস্ব মনগড়া, এর সাথে সত্যতার দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক নেই। এবং শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য এসব বক্তব্য রাখেন, এবং এগুলো হলো সংঘী বয়ান।

____

সুত্র:

১. Muslims 18.7% of prison population, down from 20.2% a year ago.NCRB,The Times of India.

২. Muslims 18.7% of prison population, down from 20.2% a year ago.NCRB,The Times of India

৩. NCRB data shows Muslims, Dalits, Tribal population in prisons disproportionate to their numbers outside

৪. Despite campaign, India saw number of prisoners increase in 2022, Scroll.

৫. India: Data show Muslims disproportionately in jail relative to their population.

৬. Muslims 18.7% of prison population, down from 20.2% a year ago.NCRB,The Times of India

৭. Muslims 18.7% of prison population, down from 20.2% a year ago.NCRB,The Times of India

৮. India: Data show Muslims disproportionately in jail relative to their population.

Author: Sakib Hasan Piyada


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session58ea1542825e9ea1588b0bc42a3e45bbbb4be6e0 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: