অবশেষে মুক্তি পেল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারের স্বল্প দৈর্ঘ্যের নতুন সিনেমা "ভালোবাসার দিব্যি-২"!

15-April-2023 by east is rising 242

সালাউদ্দিন গোলদারের পরিচালিত নতুন মুভি ভালোবাসার দিব্যি-২ মুক্তি পেল। গল্পে অভিনয় করতে দেখা যাবে কাঁচা বাদাম খাতা ভুবন বাধ্যকারকে, এবং সান্তনা বোস, অর্ণব ও মৌ, কৃষ্ণেন্দু চ্যাটার্জী, আরমান সোনালী, মনিকা, দীপ্ত এছাড়া আরো অনেককে। এবং সহকারী পরিচালনায় রাজিব ও রাহুল।

শিবম ও মুন্নি দুজনে ছোট থেকে ভালো বন্ধু, শিবম খুব গরিবের ছেলে তার মা সরস্বতী দেবী সেলাই মেশিনে কাজ করে। এদিকে মুন্নির বাবা মনমোহন বাবু সমাজের বিশিষ্ট ব্যক্তি। শিবম মুন্নিকে মনে প্রাণে ভালবাসে কিন্তু মুন্নি বাবা মায়ের চাপে শিবম কিছু বলতে পারেনা কারণ শিবম গরিবের ছেলে! শিবম অনেক কষ্টে টাকা জমিয়ে মুন্নিকে একটা লকেট উপহার দেয় এই ভাবেই চলতে থাকে। এদিকে মুন্নির বাবা মুন্নিকে লেখাপড়ার জন্য কলকাতায় পাঠিয়ে দেয় মুন্নি কলকাতা যাওয়ার আগে শিবম কে জানিয়ে যায়। শিবম সত্যি কি তার ভালোবাসার মুন্নিকে খুঁজে পাবে! জানতে হলে দেখতে হবে ভালোবাসা দিব্য। মুক্তি পেলো মিডিয়া পার্টনার। রিশান রেহান ইউটিউব চ্যানেল এবং জিও বাংলা টিভি।

 

Author: Saikat Bhattacharya


You may also like